তটিনী থেকে মিথিলা- সব তারকার পছন্দ জুঁই মাল্টি-ভিটামিন অয়েল
Published: 27th, March 2025 GMT
চুলের সমস্যার সমাধানে জুঁই এনেছে ‘জুঁই মাল্টি-ভিটামিন অয়েল’। এই তেলের বোতলের ভেতরে আছে একটি ন্যাচারাল মাল্টি-ভিটামিন ক্যাপসুল, যাতে রয়েছে তিসি ও তিল। এতে রয়েছে ভিটামিন এ, ডি ও ই, যা প্রতিনিয়ত তেলের সঙ্গে মিশতে থাকে।
জুঁই মাল্টি-ভিটামিন অয়েলে আছে তিনটি ভ্যারিয়েন্ট, যার প্রতিটা আলাদা আলাদা চুলের যত্নে সাহায্য করে। জুঁই মাল্টি-ভিটামিন কোকোনাট অয়েল চুল পড়া কমায়; জুঁই মাল্টি-ভিটামিন অনিয়ন অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে; জুঁই মাল্টি-ভিটামিন বেলি অয়েল চুল রাখে সুরভিত ও স্বাস্থ্যোজ্জ্বল।
নতুন মাল্টি-ভিটামিন অয়েলের অভিজ্ঞতা জানতে জনপ্রিয় তারকাদের উপহার পাঠিয়েছে জুঁই। তাদের মধ্যে আছেন- তানজিম সাইয়ারা তটিনী, রাফিয়াত রশিদ মিথিলা, মাশা ইসলাম, শবনম ফারিয়া, জান্নাতুল সুমাইয়া হিমি এবং সালহা খানম নাদিয়া। তারা সবাই নতুন জুঁই ব্যবহার করেছেন এবং নিজেদের মতো করে জানিয়েছেন তাদের পছন্দের কথা। সংবাদ বিজ্ঞপ্তি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ‘পরীক্ষা’য় ফেল স্পেনের ক্লাবগুলো
চ্যাম্পিয়নস লিগে গতকাল বুধবার রাতে গুরুত্বপূর্ণ এক ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে গেরে গেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২–১ গোলের এই হারে দুঃসময় পার করতে থাকা জাবি আলোনসোর দলের ওপর চাপ যেন আরও বাড়ল।
অন্য দিকে এই জয়ে সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ ক্লাবগুলোর ওপর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আধিপত্যের বিষয়টি আরও নিরঙ্কুশ হলো।
চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয়ে ৯টিতেই জিতেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। হেরেছে শুধু একটি ম্যাচে।
আরও পড়ুনরিয়াল ও আলোনসোর দুর্দশা বাড়িয়ে বার্নাব্যুতে জিতল ম্যানচেস্টার সিটি১৩ ঘণ্টা আগেপ্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বিপক্ষে সফল হওয়া একমাত্র দল বার্সেলোনা। গত ১৮ সেপ্টেম্বর লিগ পর্বের ম্যাচে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে ২–১ গোলে হারায় তারা।
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাই শুধু প্রিমিয়ার লিগের কোনো ক্লাবকে হারানোর স্বাদ পেয়েছে