তটিনী থেকে মিথিলা- সব তারকার পছন্দ জুঁই মাল্টি-ভিটামিন অয়েল
Published: 27th, March 2025 GMT
চুলের সমস্যার সমাধানে জুঁই এনেছে ‘জুঁই মাল্টি-ভিটামিন অয়েল’। এই তেলের বোতলের ভেতরে আছে একটি ন্যাচারাল মাল্টি-ভিটামিন ক্যাপসুল, যাতে রয়েছে তিসি ও তিল। এতে রয়েছে ভিটামিন এ, ডি ও ই, যা প্রতিনিয়ত তেলের সঙ্গে মিশতে থাকে।
জুঁই মাল্টি-ভিটামিন অয়েলে আছে তিনটি ভ্যারিয়েন্ট, যার প্রতিটা আলাদা আলাদা চুলের যত্নে সাহায্য করে। জুঁই মাল্টি-ভিটামিন কোকোনাট অয়েল চুল পড়া কমায়; জুঁই মাল্টি-ভিটামিন অনিয়ন অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে; জুঁই মাল্টি-ভিটামিন বেলি অয়েল চুল রাখে সুরভিত ও স্বাস্থ্যোজ্জ্বল।
নতুন মাল্টি-ভিটামিন অয়েলের অভিজ্ঞতা জানতে জনপ্রিয় তারকাদের উপহার পাঠিয়েছে জুঁই। তাদের মধ্যে আছেন- তানজিম সাইয়ারা তটিনী, রাফিয়াত রশিদ মিথিলা, মাশা ইসলাম, শবনম ফারিয়া, জান্নাতুল সুমাইয়া হিমি এবং সালহা খানম নাদিয়া। তারা সবাই নতুন জুঁই ব্যবহার করেছেন এবং নিজেদের মতো করে জানিয়েছেন তাদের পছন্দের কথা। সংবাদ বিজ্ঞপ্তি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাবিনা-কৃষ্ণারা ফুটসাল দলে
আগামী জানুয়ারিতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় সাফ উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য গতকাল থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। সেই ক্যাম্পে আছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাসুরা পারভীন, ফরোয়ার্ড কৃষ্ণা রানী ও মাতসুশিমা সুমাইয়া।
বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান কাল প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ট্রায়ালে অংশ নিয়েছিল ৭০ জন। সেখান থেকে এখন ২৫ জন ক্যাম্প করছে। এই ২৫ জনের মধ্যে সেরা ১৪ জন টুর্নামেন্টে অংশ নেবে। সাবিনা-মাসুরারা ট্রায়ালে উত্তীর্ণ হয়ে ফুটসাল দলে জায়গা করে নিয়েছে।’
এর আগে সাবিনার নেতৃত্বে ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ। মালদ্বীপেও ফুটসাল লিগে খেলেছেন সাবিনা।
মাসুরা পারভীনও আছেন ফুটসাল দলে