চুলের সমস্যার সমাধানে জুঁই এনেছে ‘জুঁই মাল্টি-ভিটামিন অয়েল’। এই তেলের বোতলের ভেতরে আছে একটি ন্যাচারাল মাল্টি-ভিটামিন ক্যাপসুল, যাতে রয়েছে তিসি ও তিল। এতে রয়েছে ভিটামিন এ, ডি ও ই, যা প্রতিনিয়ত তেলের সঙ্গে মিশতে থাকে। 

জুঁই মাল্টি-ভিটামিন অয়েলে আছে তিনটি ভ্যারিয়েন্ট, যার প্রতিটা আলাদা আলাদা চুলের যত্নে সাহায্য করে। জুঁই মাল্টি-ভিটামিন কোকোনাট অয়েল চুল পড়া কমায়; জুঁই মাল্টি-ভিটামিন অনিয়ন অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে; জুঁই মাল্টি-ভিটামিন বেলি অয়েল চুল রাখে সুরভিত ও স্বাস্থ্যোজ্জ্বল।

নতুন মাল্টি-ভিটামিন অয়েলের অভিজ্ঞতা জানতে জনপ্রিয় তারকাদের উপহার পাঠিয়েছে জুঁই। তাদের মধ্যে আছেন- তানজিম সাইয়ারা তটিনী, রাফিয়াত রশিদ মিথিলা, মাশা ইসলাম, শবনম ফারিয়া, জান্নাতুল সুমাইয়া হিমি এবং সালহা খানম নাদিয়া। তারা সবাই নতুন জুঁই ব্যবহার করেছেন এবং নিজেদের মতো করে জানিয়েছেন তাদের পছন্দের কথা। সংবাদ বিজ্ঞপ্তি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চ্যালেঞ্জের বছরেও চরকিতে ভরপুর কনটেন্ট

২০২৫ সাল ছিল দেশের বিনোদন জগতের জন্যই এক চ্যালেঞ্জের বছর। সেই চ্যালেঞ্জের মধ্যেই দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি দর্শকদের জন্য মুক্তি দিয়েছে ২৭টি ভিন্নধর্মী কনটেন্ট। সংখ্যার বিচারে যেমন, তেমনি বৈচিত্র্য ও বিস্তৃতির দিক থেকেও এটি শুধু চরকির জন্য নয়, পুরো দেশের কনটেন্ট ইন্ডাস্ট্রির জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই এক বছরে চরকিতে মুক্তি পেয়েছে বড় ক্যানভাসের অরিজিনাল সিনেমা, নামকরা নির্মাতা ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের কাজ, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা, পাশাপাশি নতুন ও তরুণ নির্মাতাদের পরীক্ষামূলক কাজ। গল্প, ভাষা ও আঙ্গিক—সব মিলিয়ে চরকির কনটেন্ট পরিকল্পনায় ছিল স্পষ্ট বৈচিত্র্যের ছাপ।

সিরিজে বড় ক্যানভাস, গল্পে সাহস
২০২৫ সালের শুরুতেই আলোচনায় আসে সুকর্ন সাহেদ ধীমান পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘ফেউ’। মানবতা, রাজনীতি ও ইতিহাসের নৃশংস বাস্তবতা থেকে অনুপ্রাণিত এই সিরিজে উঠে এসেছে মরিচঝাঁপি গণহত্যার ফিকশনাল প্রেক্ষাপট। সংবেদনশীল বিষয় ও নির্মাণশৈলীর কারণে সিরিজটি দর্শক–সমালোচকদের দৃষ্টি কাড়ে।

‘গুলমোহর’ সিরিজের দৃশ্য। চরকির সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ