চুলের সমস্যার সমাধানে জুঁই এনেছে ‘জুঁই মাল্টি-ভিটামিন অয়েল’। এই তেলের বোতলের ভেতরে আছে একটি ন্যাচারাল মাল্টি-ভিটামিন ক্যাপসুল, যাতে রয়েছে তিসি ও তিল। এতে রয়েছে ভিটামিন এ, ডি ও ই, যা প্রতিনিয়ত তেলের সঙ্গে মিশতে থাকে। 

জুঁই মাল্টি-ভিটামিন অয়েলে আছে তিনটি ভ্যারিয়েন্ট, যার প্রতিটা আলাদা আলাদা চুলের যত্নে সাহায্য করে। জুঁই মাল্টি-ভিটামিন কোকোনাট অয়েল চুল পড়া কমায়; জুঁই মাল্টি-ভিটামিন অনিয়ন অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে; জুঁই মাল্টি-ভিটামিন বেলি অয়েল চুল রাখে সুরভিত ও স্বাস্থ্যোজ্জ্বল।

নতুন মাল্টি-ভিটামিন অয়েলের অভিজ্ঞতা জানতে জনপ্রিয় তারকাদের উপহার পাঠিয়েছে জুঁই। তাদের মধ্যে আছেন- তানজিম সাইয়ারা তটিনী, রাফিয়াত রশিদ মিথিলা, মাশা ইসলাম, শবনম ফারিয়া, জান্নাতুল সুমাইয়া হিমি এবং সালহা খানম নাদিয়া। তারা সবাই নতুন জুঁই ব্যবহার করেছেন এবং নিজেদের মতো করে জানিয়েছেন তাদের পছন্দের কথা। সংবাদ বিজ্ঞপ্তি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সৌদি আরবে অবৈধভাবে মাছ ধরায় বাংলাদেশি আটক

সৌদি আরবে অবৈধভাবে মাছ ধরায় এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর উপকূলীয় টহল দল। আসির প্রদেশের আল-কাহমাহ উপকূলে থেকে তাকে আটক করা হয়। আটক বাংলাদেশি সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

শুক্রবার এক প্রতিবেদনে সৌদি গ্যাজেট জানায়, ওই বাংলাদেশির কাছে অবৈধভাবে শিকার বিপুল মাছ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রবাসী ও পর্যটকদের সামুদ্রিক নিরাপত্তা আইন এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদির সীমান্তরক্ষী বাহিনী। এ ছাড়া পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কিত যেকোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে নাগরিকদের উৎসাহিত করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ