তটিনী থেকে মিথিলা- সব তারকার পছন্দ জুঁই মাল্টি-ভিটামিন অয়েল
Published: 27th, March 2025 GMT
চুলের সমস্যার সমাধানে জুঁই এনেছে ‘জুঁই মাল্টি-ভিটামিন অয়েল’। এই তেলের বোতলের ভেতরে আছে একটি ন্যাচারাল মাল্টি-ভিটামিন ক্যাপসুল, যাতে রয়েছে তিসি ও তিল। এতে রয়েছে ভিটামিন এ, ডি ও ই, যা প্রতিনিয়ত তেলের সঙ্গে মিশতে থাকে।
জুঁই মাল্টি-ভিটামিন অয়েলে আছে তিনটি ভ্যারিয়েন্ট, যার প্রতিটা আলাদা আলাদা চুলের যত্নে সাহায্য করে। জুঁই মাল্টি-ভিটামিন কোকোনাট অয়েল চুল পড়া কমায়; জুঁই মাল্টি-ভিটামিন অনিয়ন অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে; জুঁই মাল্টি-ভিটামিন বেলি অয়েল চুল রাখে সুরভিত ও স্বাস্থ্যোজ্জ্বল।
নতুন মাল্টি-ভিটামিন অয়েলের অভিজ্ঞতা জানতে জনপ্রিয় তারকাদের উপহার পাঠিয়েছে জুঁই। তাদের মধ্যে আছেন- তানজিম সাইয়ারা তটিনী, রাফিয়াত রশিদ মিথিলা, মাশা ইসলাম, শবনম ফারিয়া, জান্নাতুল সুমাইয়া হিমি এবং সালহা খানম নাদিয়া। তারা সবাই নতুন জুঁই ব্যবহার করেছেন এবং নিজেদের মতো করে জানিয়েছেন তাদের পছন্দের কথা। সংবাদ বিজ্ঞপ্তি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টিআরসি’র আত্মপ্রকাশ
ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়ে টেলিভিশন রিপোর্টার্স ক্লাব (টিআরসি) নামে নতুন একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সম্প্রতি সাভারে আলোচনা ও সমন্বয় সভা শেষে চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি অপু ওহাবকে আহ্বায়ক করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন- বাংলাভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহীন, বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিম, গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন সানী, এখন টেলিভিশনের সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, একুশে টেলিভিশনের ধামরাই প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির এবং আরটিভির ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশ।
কমিটির সদস্যরা জানান, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অবাধ তথ্যপ্রবাহ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজের কল্যাণে কাজ করতেই ‘টিআরসি’ যাত্রা শুরু করেছে।
সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ‘টিআরসি’ সাভার, আশুলিয়া, ধামরাই অঞ্চলে টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অগ্রগতি, ন্যায়সঙ্গত অধিকার এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা/সাব্বির