তটিনী থেকে মিথিলা- সব তারকার পছন্দ জুঁই মাল্টি-ভিটামিন অয়েল
Published: 27th, March 2025 GMT
চুলের সমস্যার সমাধানে জুঁই এনেছে ‘জুঁই মাল্টি-ভিটামিন অয়েল’। এই তেলের বোতলের ভেতরে আছে একটি ন্যাচারাল মাল্টি-ভিটামিন ক্যাপসুল, যাতে রয়েছে তিসি ও তিল। এতে রয়েছে ভিটামিন এ, ডি ও ই, যা প্রতিনিয়ত তেলের সঙ্গে মিশতে থাকে।
জুঁই মাল্টি-ভিটামিন অয়েলে আছে তিনটি ভ্যারিয়েন্ট, যার প্রতিটা আলাদা আলাদা চুলের যত্নে সাহায্য করে। জুঁই মাল্টি-ভিটামিন কোকোনাট অয়েল চুল পড়া কমায়; জুঁই মাল্টি-ভিটামিন অনিয়ন অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে; জুঁই মাল্টি-ভিটামিন বেলি অয়েল চুল রাখে সুরভিত ও স্বাস্থ্যোজ্জ্বল।
নতুন মাল্টি-ভিটামিন অয়েলের অভিজ্ঞতা জানতে জনপ্রিয় তারকাদের উপহার পাঠিয়েছে জুঁই। তাদের মধ্যে আছেন- তানজিম সাইয়ারা তটিনী, রাফিয়াত রশিদ মিথিলা, মাশা ইসলাম, শবনম ফারিয়া, জান্নাতুল সুমাইয়া হিমি এবং সালহা খানম নাদিয়া। তারা সবাই নতুন জুঁই ব্যবহার করেছেন এবং নিজেদের মতো করে জানিয়েছেন তাদের পছন্দের কথা। সংবাদ বিজ্ঞপ্তি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নাঈমুল ইসলাম (২৭) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত নাঈমুল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের দৌলতপুর এলাকার আমানুল্লাহর ছেলে। আজ বুধবার বিকেলে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের উত্তর ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, আজ বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। হাসপাতালে আনার পর দেখা যায়, আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহত যুবকের মাথায় ও হাতে জখম ছিল।
এ বিষয়ে জানতে চাইলেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আজ বিকেলে বারইয়ারহাট পৌরবাজারের উত্তর ইউটার্নে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এখন পর্যন্ত কীভাবে দুর্ঘটনা ঘটেছে, সে সম্পর্কে জানা সম্ভব হয়নি। আমরা লাশ হেফাজতে রেখেছি। নিহত যুবকের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’