ঈদ উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার রাফাতের সুর ও সংগীতে কন্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস, রাইসা খান, সবুজ আহমেদ ও রাফাত।

সম্প্রতি পুবাইলের একটি শুটিং হাউসে গানটির দৃশ্যধারণ করা হয়। মডেল হয়েছেন প্রণমী ও জেরি আহমেদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খান মাহী।

নতুন গান প্রসঙ্গে শিল্লীরা বলেন, দারুণ এদটি ঈদের গান। আমরা সবাই চেষ্টা করেছি ভালো গাওয়ার। গানটি যারা শুনবেন ঈদের আনন্দে ভেসে যাবেন। আশা করছি ঈদের নতুন এ গানটি শ্রোতাদের ভালো লাগবে।

সুরকার ও সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত বলেন, আমি লিরিক পাওয়ার পর কয়েকদিন সময় নিই সুর করার জন্য। কারণ ঈদের নতুন গান তৈরির একটা চ্যালেঞ্জ ছিল। আশা করছি ভালো লাগবে গানটি।

গীতিকার তারেক আনন্দ বলেন, শিল্পী বিশ্বাসের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ হবে। শিল্পী বিশ্বাস যখন আমাকে ঈদের গানের জন্য লিরিক চাইলেন, তখন তাকে বলেছিলাম কথা যদি আসে তাহলে দেবো, না এলে নাই। ঠিক সেই রাতেই গানের স্থায়ী হয়ে যায়। সত্যি বলতে কি ঈদ নিয়ে এত জনপ্রিয় গান আছে সেখানে নতুন গান লেখা কঠিন, খুব কঠিন। গান সংশ্লিষ্ট সবাই কথা পছন্দ করেছেন। রাফাত সুন্দর সুর করেছেন, বাকিটা শ্রোতাদের ভালো লাগার ওপর নির্ভর করছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ র গ ন আনন দ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট শুরু আজ। বাংলাদেশ ফুটবল লিগে মুখোমুখি বসুন্ধরা কিংস ও মোহামেডান। আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের ম্যাচ।

ওয়েলিংটন টেস্ট-৩য় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৪টা, টি স্পোর্টস

অ-১৯ এশিয়া কাপ ক্রিকেট

ভারত-আরব আমিরাত
বেলা ১১টা, টি স্পোর্টস

অ-১৯ নারী টি-টোয়েন্টি

বাংলাদেশ-পাকিস্তান
বেলা ১-৩০ মি., বিসিবি/ইউটিউব

বাংলাদেশ ফুটবল লিগ

বসুন্ধরা-মোহামেডান
বিকেল ৫-৩০ মি., টি স্পোর্টস

আইএল টি-টোয়েন্টি

ভাইপার্স-জায়ান্টস
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস

বুন্দেসলিগা

ইউনিয়ন বার্লিন-লাইপজিগ
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ২

সম্পর্কিত নিবন্ধ