সিদ্ধিরগঞ্জে যানজট নিরসনে একদল স্বেচ্ছাসেবী, খুশি পথচারীরা
Published: 27th, March 2025 GMT
পবিত্র মাহে রমজানের প্রথম থেকে সাধারণ মানুষের চলাচল ও যানজট নিরসনে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের আদমজী কদমতলী এলাকায় একদল স্বেচ্ছাসেবী পথচারীদের দুর্ভোগ কমাতে সচেতনতামূলক ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ব্যাপারে সবাইকে সচেতন করেন।
বৃহস্পতিবার ২৭ মার্চ সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় একদল স্বেচ্ছাসেবী পথচারীদের দুর্ভোগ কমাতে যানজট নিরসনে কাজ করতে দেখা যায়।
এসময় যানজট নিরসনের স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলে জানাযায়, প্রথম রমজান থেকে আমরা পথচারীদের দুর্ভোগ কমাতে এ যানজট নিরসনের কাজ করছি। মাহে রমজানকে কেন্দ্র করে আদমজী চাষাড়া সড়কে কদমতলী পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়। তারা সকাল থেকে সন্ধা পর্যন্ত এ কাজ করছে।
যানজট নিরসনের স্বেচ্ছাসেবীরা হলো- মো: সজল, শাহালম, জাকির, তানভির, নয়ন, জাহাঙ্গীর, জালাল ও পাপ্পুসহ আরো অনেকেই তারা রমজান মাসে সাধারন মানুষের দুর্ভোগ কমাতে বিনা সার্থে এ কাজ করছেন। তাদের এমন কাজ দেখে খুশি জনসাধারণ পথচারীরা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ য নজট ন রসন গ কম ত পথচ র রমজ ন
এছাড়াও পড়ুন:
ওয়াশিংটনে জমকালো আয়োজনে থাকছেন ট্রাম্পসহ মার্কিন ক্রীড়া তারকারা
ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) নির্ধারিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপে কোন দল কার মুখোমুখি হবে। ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে আয়োজিত এই ড্র অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই জমেছে বর্ণিল উৎসব। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ঘুরে ‘গোল্ডেন ট্রফি’ এসে থেমেছে রাজধানীতে। যেখানে আজ বাংলাদেশের সময় রাত ১১টায় শুরু হবে আনুষ্ঠানিক ড্র।
এবারের ড্রয়ের মঞ্চে বিশেষ আকর্ষণ সাবেক ইংলিশ অধিনায়ক ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রিও ফার্ডিনান্ড। ইতিহাসঘেরা এই দায়িত্ব হাতে পেয়ে তিনি রীতিমতো উচ্ছ্বসিত। তার সঙ্গে কো-হোস্ট হিসেবে থাকছেন পুরস্কারপ্রাপ্ত ব্রিটিশ–জ্যামাইকান সাংবাদিক ও বিশ্বব্যাপী পরিচিত ব্রডকাস্টার সামান্থা জনসন। যিনি জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক আয়োজনে উপস্থাপনা করে প্রশংসা কুড়িয়েছেন।
যদিও কোনো টেলিভিশন চ্যানেল ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখাবে না, দর্শকদের হতাশ হতে হচ্ছে না। ফিফা নিশ্চিত করেছে- ফিফা+ প্ল্যাটফর্ম ও ফিফা ইউটিউব চ্যানেল থেকে বিনামূল্যে উপভোগ করা যাবে পুরো আয়োজন।
৩২ বছর পর আবারো বিশ্বকাপ ফুটবলের ঘরে ফিরছে যুক্তরাষ্ট্রে। তাই ফুটবলের পাশাপাশি দেশটির অন্যান্য জনপ্রিয় খেলাকে এক মঞ্চে আনতে চায় আয়োজকেরা। এ কারণেই ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মার্কিন ক্রীড়া অঙ্গনের বেশ কিছু সুপারস্টার- এনএফএল লিজেন্ড টম ব্র্যাডি, এনবিএ গ্রেট শাকিল ও’নিল, আইস হকির কিংবদন্তি ওয়েইন গ্রেটজকি, এবং বেসবল তারকা অ্যারন জাজ।
এতসব চোখধাঁধানো তারকার সঙ্গে যোগ দিচ্ছেন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারফরম্যান্স, আলো–আতশবাজি এবং বিশ্বকাপকে ঘিরে রোমাঞ্চকর পরিবেশে আজ রাতেই ফুটবলভক্তরা পেয়ে যাবেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর পূর্ণাঙ্গ ম্যাচআপ।