কার্জন হল এলাকায় ‘ছবি তুলে দেওয়ার কথা’ বলে মোটরসাইকেল চুরি, বরিশাল থেকে উদ্ধার
Published: 20th, April 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছবি তুলে দেওয়ার কথা বলে মোটরসাইকেল চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. সজীব খান (২৪)। শনিবার বরিশাল বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারের সময় সজীব খানের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে নিজের মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন মো.
পুলিশ জানায়, শামীম ছবি তোলার এবং ভিডিও করার সময় সজীব কৌশলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় শামীমের অভিযোগের ভিত্তিতে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সজীবের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সজীবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি একজন পেশাদার চোর। আগেও একাধিকবার চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আকবরদের বিপক্ষে সুপার ওভারে সূর্যবংশীকে কেন নামানো হয়নি
ওপেনিংয়ে নেমে করেন ১৫ বলে ৩৮ রান। তাতে ছিল চারটি ছক্কা ও দুটি চার। বৈভব সূর্যবংশীকে তবু সুপার ওভারে কেন নামানো হলো না?
দোহায় গতকাল এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের কাছে সুপার ওভারে হেরেছে ভারত ‘এ’ দল। এরপর এ প্রশ্ন উঠেছে। ভারত ‘এ’ দলের অধিনায়ক জিতেশ শর্মা এর জবাবে বলেছেন, সূর্যবংশীর সুপার ওভারে না নামানোটা তাঁর নিজের ও দলীয় সিদ্ধান্ত।
কাল আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৯৪ রান তুলেছিল বাংলাদেশ ‘এ’ দল। তাড়া করতে নেমে শেষ বলে জয়ের জন্য ৪ রান দরকার ভারত ‘এ’ দলের। হার্শ দুবের শট লং অনে গেলেও সেখান থেকে দৌড়ে ২ রানের বেশি নেওয়া যেত না। নেহাল ওয়াধিরা ও হার্শ দৌড়ে দুটি রান নেনও।
কিন্তু মানসিক চাপের কারণেই সম্ভবত বোকামি করে বসেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর আলী। হার্শকে রানআউট করতে বল স্টাম্পে মারেন। কিন্তু বল স্টাম্পে তো লাগেইনি, ফিল্ডারও ছিলেন না কাছাকাছি। তাতে ভারতের দুই ব্যাটসম্যানই সুযোগ পেয়ে তৃতীয় রান নিয়ে নেন। অথচ আকবর বলটা হাতে রেখে দিলেও ১ রানে জিতত বাংলাদেশ। কিন্তু ভারত ‘এ’ দল তৃতীয় রানটি নিয়ে নেওয়ায় ম্যাচ হয় টাই। খেলা গড়ায় সুপার ওভারে।
ম্যাচসেরা হন রিপন মন্ডল