ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছবি তুলে দেওয়ার কথা বলে মোটরসাইকেল চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. সজীব খান (২৪)। শনিবার বরিশাল বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারের সময় সজীব খানের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে নিজের মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন মো.

শামীম নামের এক ব্যক্তি। তখন সজীব এসে তাঁর মোটরসাইকেলের সঙ্গে ছবি তুলতে চান এবং চাবি দেওয়ার জন্য অনুরোধ করেন। চাবি দেওয়ার পর সজীব তাঁকে ছবি তুলে ও ভিডিও করে দিতে বলেন।

পুলিশ জানায়, শামীম ছবি তোলার এবং ভিডিও করার সময় সজীব কৌশলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় শামীমের অভিযোগের ভিত্তিতে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সজীবের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সজীবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি একজন পেশাদার চোর। আগেও একাধিকবার চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কড়াইলে আগুনে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে সহায়তা দিল সুবর্ণভূমি ফাউন্ডেশন

ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সুবর্ণভূমি ফাউন্ডেশন। আগুন লাগার পরপরই ২৫ নভেম্বর ফাউন্ডেশনের জরুরি সহায়তা টিম ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিক সহায়তা দেয় তারা। বুধবার এ কার্যক্রম শেষ হয়।

সহায়তার প্রথম ধাপে রান্না করা খাবার বিতরণ করা হয়। পরে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী, রান্নার উপকরণ, ক্রোকারিজ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, পরিধেয় বস্ত্র, কম্বল, নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা। এ উদ্যোগে দেশ–বিদেশের অনেক ব্যক্তি সহযোগিতা করেছেন বলে জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. শামীম ইমাম। তিনি বলেন, ‘মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সবার সহযোগিতায় আমরা কৃতজ্ঞ।’

২০১৯ সাল থেকে গুলশানে ‘খোকার পাঠশালা’ পরিচালনার পাশাপাশি কড়াইলের শিশু ও নারীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

সম্পর্কিত নিবন্ধ