‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানকে সামনে রেখে রংপুরে নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনটি উদযাপনে সকাল থেকে নগরীর বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে রংপুর কাচারি বাজারে সমবেত হন।

সকাল সাড়ে ১০টায় সেখান থেকে শুরু হয় একটি র‍্যালি, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেন হাজারো শ্রমিক, যাদের কণ্ঠে ছিল অধিকার আদায়ের দৃপ্ত উচ্চারণ।

র‍্যালি শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল। এছাড়া, সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মে দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠার প্রতীক। এই চেতনা বাস্তবায়নে মালিক-শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক তৈরি করতে হবে।

শ্রমিক নেতারা এ সময় রংপুর অঞ্চলে একটি পূর্ণাঙ্গ শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানান, যাতে করে শ্রমিকরা দ্রুত বিচার পায় এবং তাদের অধিকার সুরক্ষিত থাকে। এছাড়া কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপরও জোর দেন তারা। এসময়  বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে রংপুরে একটি শ্রম আদালত প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ঢাকা/আমিরুল/রাজীব

.