গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সরকার সাবুকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে অভিযান চালিয়ে সেখানকার একটি গুদাম থেকে ৫০ কেজি ওজনের ১১৯ বস্তা (৫৯৫০ কেজি) চাল উদ্ধার করা হয়।

এ সময় সরকারি চাল অবৈধভাবে মজুদের কারণে মজুতদার সাবুকে আটক করে থানায় সোপর্দ করেছে উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.

 আসাদুজ্জামান। তিনি উপজেলার কামারদহ ইউনিয়নের সাখাওয়াত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তার গুদামে মজুত করে আসছিলেন। মজুতকৃত চাল বিক্রির উদ্দেশ্যে ট্রাকে ভরার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা উপজেলা প্রশাসনকে খবর দেয়।

আরো পড়ুন:

নরসিংদীর সাবেক কাউন্সিলরের লাশ উত্তোলন

খিয়াং নারীর মৃত্যু: দুর্ঘটনা নাকি হত্যা তদন্ত করছে পুলিশ 

গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রাইজিংবিডিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তা পাওয়া যায়। অভিযানের সময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার দায়ে গুদাম মালিক সাবুকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত চাল বর্তমানে উপজেলা সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ জানান, দলের নাম ভাঙিয়ে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড, কোনোভাবেই কাম্য নয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা জানান, উদ্ধারকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
 

ঢাকা/মাসুম/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ ব ন দগঞ জ উপজ ল ব এনপ সরক র

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ