জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্নিগ্ধ এখন এ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পদত য গ

এছাড়াও পড়ুন:

বান্দরবানে ঝিরি থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের পাগলাছড়া এলাকার নাতাং ঝিরি থেকে শান্তি লাল তঞ্চগ্যা (৪৩) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শান্তি লাল তঞ্চগ্যা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাগলাছড়া অংকদ পাড়ার রংকুম্যা তঞ্চগ্যার ছেলে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা ঝিরিতে এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে তার মৃত্যু হয়েছে।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

ধলাই নদে বাল্কহেড ডুবি: নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার

মৃতের পরিবারের সদস্যরা জানান, শান্তি লাল চট্টগ্রামের সাতকানিয়ায় দিনমজুর হিসেবে কাজ করতেন এবং ৬-৭ দিন পরে বাড়িতে ফিরতেন। গত চার থেকে পাঁচ দিন আগে তিনি কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম জাকের আহমেদ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’’

ঢাকা/চাই মং/রাজীব

সম্পর্কিত নিবন্ধ