কুমিল্লায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তাসহ বরখাস্ত ২
Published: 10th, May 2025 GMT
কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন ভূমি অফিসে সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ায় ভূমি কর্মকর্তাসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কাজী মো.
সংশ্লিষ্টরা জানান, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভূমি অফিসের এ দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের হয়রানি করছেন। সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার দৃষ্টিগোচর হলে কর্তৃপক্ষের নির্দেশে গত ৭ মে দুই জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে জাকিয়া সরওয়ার লিমা সমকালকে বলেন, ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজী মো. ইউসুফ ও মো. মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। একটি ভিডিও চিত্রে প্রাথমিকভাবে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে