বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদপন্থী, দেশ আজ দুই ভাগে বিভক্ত: হাসনাত আবদুল্লাহ
Published: 10th, May 2025 GMT
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের নয় বরং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত—বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদপন্থী। যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, তারা বাংলাদেশপন্থী আর যারা চায় না, তারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি।
আজ বেলা তিনটার পর থেকে শাহবাগ মোড়ে গণজমায়েত শুরু হয়েছে। সাড়ে তিনটা থেকে শাহবাগ মোড়ের ডিজিটাল স্ক্রিনের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সোয়া তিনটার পর বক্তব্য দেন গণমায়েতের ডাক দেওয়া এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ বলেন, ঐক্য বিনষ্টের জন্য নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। শাহবাগের আন্দোলন নির্দিষ্ট কোনো দলের নয়, এটা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে রাস্তায় অবস্থান করার কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। আমি বলতে চাই, কোনো ষড়যন্ত্রে বা চাপে যদি আমার মুখ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। পরবর্তী সময়ে আমি যদি কোনো ঘোষণা নাও দিই, মনে রাখবেন আপনাদের মঞ্জিলে মকসুদ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না।’
২০১৩ সালে এই শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা এখান থেকে ফ্যাসিবাদের পতনধ্বনির শেষ পেরেকটা মারব। আমাদের মত-পথ আলাদা হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জীবনানন্দের কবিতাকে শিল্পকর্মে তুলে আনলেন শিল্পীরা
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সুষমামণ্ডিত হয়ে আছে কবি জীবনানন্দ দাশের কবিতায়। কবিতার অনুরাগীরা তো বটেই, কবিতা নিয়ে যাঁদের আবেগ–উচ্ছ্বাস সুনিয়ন্ত্রিত, তাঁরাও জীবনানন্দ দাশের কবিতা থেকে ধানসিড়ি নদী, হিজল-তমালের স্নিগ্ধ শ্যামলিমার কথা অবগত হয়ে থাকবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতা পড়ে ১৯৩৫ সালে কবি বুদ্ধদেব বসুকে এক চিঠিতে লিখেছিলেন, তাঁর কবিতা ‘চিত্ররূপময়’। সেই থেকে জীবননান্দ দাশের কবিতার আলোচক-সমালোচকেরা কবিগুরুর দেওয়া এই আখ্যার বহুল ব্যবহার করেছেন। এবার দেশের প্রবীণ-নবীন শিল্পীরা কবির কবিতার সেই চিত্ররূপময়তা তুলে আনলেন তাঁদের চিত্রকলায়।
গত ২২ অক্টোবর ছিল জীবনানন্দ দাশের ৭১তম মৃত্যুবার্ষিকী। দিনটিকে স্মরণ করে শনিবার শুরু হলো ‘ধানসিড়িটির তীরে’ নামে দুই দিনের যৌথ চিত্রকর্ম প্রদর্শনী। সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ার ডি ব্লকের ৬/৪ বাড়ির ‘ভূমি গ্যালারি’তে প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী শহিদ কবীর। প্রদর্শনীর আয়োজন করেছে ‘চারুকলা বরিশাল’।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী আবদুল মান্নান, শিল্পী কাজী মোজাম্মেল হোসেন, শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ ও শিল্পী সামছুল আলম আজাদ। সঞ্চালনা করেন সুশান্ত ঘোষ।
প্রদর্শনীতে ২৮ জন শিল্পীর ৩৩টি শিল্পকর্ম রয়েছে। রোববার প্রদর্শনীর শেষ দিন। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন শহিদ কবীর, আবদুল মান্নান, আবদুস সাত্তার, চিন্ময় সিকদার, ফারজানা আহমদে, সামছুল আলম আজাদ, কাজী মোজাম্মেল হোসেন, জি এম খলিলুর রহমান, সোহাগ পারভেজ, জহির উদ্দীন, তাপস কর্মকার, কৃষ্ণা চট্টোপাধ্যায়, অপূর্ব দাস, জাহিদুর রহমান খান, অমলেন্দু মণ্ডল, কুন্তল বড়াই, এনামুজ জাহিদ, পলক দাস, অরুন চন্দ্র বর্মণ, স্মিতা রায়, আল আকসা, সালমা শিরীন, নুরুন্নাহার, পার্থ রায়, সুজাতা সেন, ফাইজুল ইসলাম, অভিষেক বসু ও ধনঞ্জয় বসু।
অ্যাক্রিলিক, জলরং ও মিশ্র মাধ্যমে জীবনানন্দ দাশের কবিতা অনুসরণ করে ছবি এঁকেছেন শিল্পীরা। আয়োজকেরা জানালেন, কবি জীবনানন্দ দাশের কবিতায় বর্ণিত বরিশালের নদ-নদী, পাখি, প্রকৃতি—এসব চিত্রকলায় তুলে আনার অভিপ্রায় নিয়ে গত বছরের জুন মাসের শেষে তাঁরা দুই দিনের একটি আর্ট ক্যাম্প করেছিলেন বরিশালে। সেখানে শিল্পীরা ধানসিড়ি নদী, কীত্তনখোলা নদীসহ বিভিন্ন নদীর তীরে বসে ছবি এঁকেছেন। পরে ঢাকার অনেক শিল্পীও কবি জীবনানন্দ দাশের কবিতার ভাবনা অবলম্বন করে তাঁদের চিত্রকর্ম রচনা করেছন। এসব শিল্পকর্ম নিয়েই এ প্রদর্শনীর আয়োজন। গত ২২ অক্টোবর কবির মৃত্যুদিনে প্রদর্শনী করার পরিকল্পনা ছিল তাঁদের। তবে সে সময় গ্যালারির বুকিং না পাওয়ায় নভেম্বরের ২২ তারিখে প্রদর্শনীটি শুরু হলো। মূলত কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই এ আয়োজন।
‘ধানসিড়িটির তীরে’ নামে দুই দিনের যৌথ চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনীতে শিল্পী ও অতিথিরা। শনিবার রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে