Prothomalo:
2025-11-26@16:23:09 GMT

এবার উল্টো অভিজ্ঞতা আফঈদাদের

Published: 26th, November 2025 GMT

বাংলাদেশ ০–১ মালয়েশিয়া

মিয়ানমারে মাস চারেক আগেও এশিয়ান কাপ বাছাইয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা একের পর এক দলকে হারিয়েছেন ঋতুপর্ণা চাকমা–মনিকা চাকমারা। কাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে ইনফিনিক্স ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে প্রায় সমমানের দল মালয়েশিয়ার বিপক্ষে সেই বাংলাদেশ নারী দলকেই বড্ড অচেনা লেগেছে। দুর্বল মাঝমাঠ, ধারহীন আক্রমণের প্রদর্শনী যেন। ম্যাচটি শেষ পর্যন্ত ১–০ গোলে হেরেছে বাংলাদেশ নারী দল।

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। আগামী শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আজারবাইজানের প্রতিপক্ষ মালয়েশিয়া। ২ ডিসেম্বর বাংলাদেশ খেলবে আজারবাইজানের বিপক্ষে।

মালয়েশিয়ার বিপক্ষে আগের তিন ম্যাচে এক জয়, এক হার ও এক ড্র ছিল বাংলাদেশের। ২০২২ সালে ঢাকা সফরে এসে দুই ম্যাচ খেলে একটিতে ড্র আরেকটিতে ৬–০ গোলে হেরেছিল তারা। এবার বদলে গেছে সেই রেকর্ডের খাতাও।

এক গোলে পিছিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণভাগের শক্তি বাড়তে তহুরা খাতুন ও মোসাম্মত সাগরিকাকে নামান বাংলাদেশ কোচ পিটার বাটলার। মাঝমাঠে যুক্ত হন স্বপ্না রানীও। তাতে মালয়েশিয়ার গোলমুখে চাপ তৈরি করতে পারলেও কাঙ্ক্ষিত জাল খুঁজে পায়নি বাংলাদেশ। উল্টো দ্বিতীয় গোল হজমের শঙ্কাই জেগেছিল।

৬৮ মিনিটে ঋতুপর্ণার ক্রসে হেড নিলেও বল নিশানায় রাখতে পারেননি সাগরিকা। দুই মিনিট পর আবারও পোস্ট ছেড়ে বের হন রুপনা। এবার অবশ্য ভুল হয়নি তাঁর, প্রতিপক্ষ খেলোয়াড় শট নেওয়ার আগেই বল আটকেছেন বাংলাদেশ গোলকিপার। যোগ করা সময়ে মালয়েশিয়ার আরেকটি আক্রমণও রুখেছেন রুপনা।

ম্যাচের আগে বাটলারের হাইলাইন ডিফেন্স নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তারপরও ‎শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু ও আফঈদা খন্দকারকে রক্ষণে রেখে ছক সাজান বাটলার। মালয়েশিয়া প্রথম ২০ মিনিটে অনেক চেষ্টা করেও তাঁদের চোখ ফাঁকি দিতে পারেনি। বলা যায় প্রথমার্ধে গোল ছাড়া সবদিক থেকেই এগিয়ে ছিল বাংলাদেশ।

কিন্তু ওই হাইলাইন ডিফেন্স নীতির মাশুল দিয়েই ২৯ মিনিটে গোল হজম করে স্বাগতিকেরা। মালয়েশিয়ার আক্রমণ রুখতে গিয়ে পোস্ট ছেড়ে সামনে আসেন গোলকিপার রুপনা চাকমা। এই সুযোগেরই সদ্ব্যবহার করেন মালয়েশিয়ার নুর আইন্যাহ। ফাঁকা পোস্টে বল ঠেলেই সতীর্থদের নিয়ে উদ্‌যাপনে মাতেন এই মিডফিল্ডার।

ম্যাচ শুরুর আট মিনিটের মধ্যে দুটি চমৎকার সুযোগ তৈরি করেছিল বাংলাদেশও। প্রথমবার শামসুন্নাহার জুনিয়রের ক্রসে ঋতুপর্ণা চাকমা লাফিয়ে উঠেও মাথা ছোঁয়াতে পারেননি। এরপর ঋতুপর্ণার সেট পিস প্রতিপক্ষের ডি-বক্সে পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন শামসুন্নাহার। ‎প্রথমার্ধের ২৫ মিনিট পর্যন্ত আরও চারটি সম্ভাবনাময় আক্রমণ করে বাংলাদেশ। কিন্তু কোনো আক্রমণই সফলতার মুখ দেখেনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

ত্রিদেশীয় সিরিজের দলে সাগরিকা-ঋতুপর্ণাদের সঙ্গে আরও যাঁরা আছেন

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দলটি ঢাকায় ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে।

‎আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে যাওয়া বাংলাদেশ দল প্রস্তুতির অংশ হিসেবেই ত্রিদেশীয় সিরিজটি খেলতে যাচ্ছে।  

বাংলাদেশ নারী ফুটবল দল ‎সর্বশেষ গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল। সেই স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন এই দলেও। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন মামনি চাকমা ও তনিমা বিশ্বাস। ‎মামনিকে ২৩ জনের মূল স্কোয়াডে থাকলেও তনিমার জায়গা হয়েছে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে। তাঁর সঙ্গে রুমা আক্তারও এই সিরিজে স্ট্যান্ডবাই খেলোয়াড়।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী ফুটবল দল

‎‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান, রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।

সম্পর্কিত নিবন্ধ

  • র‍্যাঙ্কিং ভুলে মাঠে নামবেন আফঈদারা
  • ত্রিদেশীয় সিরিজের দলে সাগরিকা-ঋতুপর্ণাদের সঙ্গে আরও যাঁরা আছেন