ট্রাম্পকে তোষামোদের উপায় রুশ কর্মকর্তাকে শিখিয়েছেন মার্কিন দূত
Published: 26th, November 2025 GMT
ডোনাল্ড ট্রাম্পকে কীভাবে তোষামোদ করতে হবে তা পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভকে শিখিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। দুজনের এই কথোপকথনের গোপন অডিও ফাঁস করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
অডিওতে শোনা গেছে, উইটকফ ট্রাম্পের ভালো দিকটি কীভাবে মেনে নেওয়া যায় সে সম্পর্কে পরামর্শ দিচ্ছেন।
কথোপকথনের সময় উশাকভ জিজ্ঞাসা করেছিলেন, তাদের কর্তা পুতিন ও ট্রাম্প কথা বলতে রাজী হবেন কিনা।
উইটকফকে এসময় বলতে শোনা যায়, “আমার লোক এটি করতে প্রস্তুত।”
উশাকভের উদ্দেশে তিনি বলেন, “শুধু পুনরাবৃত্তি করুন যে আপনি প্রেসিডেন্টকে (ট্রাম্প) এই অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছেন.
উইটকফ আরো বলেন, “আমি প্রেসিডেন্টকে বলেছিলাম যে রাশিয়ান ফেডারেশন সবসময়ই একটি শান্তি চুক্তি চায়। আমার বিশ্বাস এটাই। সমস্যা হচ্ছে এমন দুটি দেশ আছে যারা একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কঠিন সময় পার করছে।
উইটকফ উশাকভকে হোয়াইট হাউসে জেলেনস্কির আসন্ন সফরের কথা জানানোর পরে ফোনালাপটি শেষ হয়।
এরপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে আড়াই ঘন্টার ফোনালাপ হয়। এই খবর গত মাসে জেলেনস্কি ওয়াশিংটনে যাওয়ার সময় প্রকাশিত হয়।
ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে জানতে চাইলে ইউরি উশাকভ রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, এটি ‘সম্ভবত বাধা দেওয়ার জন্য’ করা হয়েছিল এবং সম্পর্ক উন্নত করার জন্য এটি ‘প্রতিবন্ধক।’
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফকে সমর্থন জানিয়ে বলেছেন, তিনি ‘মানসম্মত কাজ’ করেছেন।
ট্রাম্প বুধবার সাংবাদিকদের জানান, তিনি অডিওটি শোনেননি, তবে উইটকফ রাশিয়া এবং ইউক্রেন উভয়ের কাছে শান্তি পরিকল্পনা ‘বিক্রয়’ করার জন্য ‘একজন চুক্তিকারী যা করে’ তা করছেন।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিয়ে স্থগিত: হবু স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন গায়ক পলাশ?
ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক, সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল। দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করতে যাচ্ছেন এই যুগল। গত কয়েক দিন ধরে বিয়ের আনন্দে মেতেছিলেন তারা। রবিবার (২৩ নভেম্বর) সাঙ্গলির সামডোলের মান্ধানার ফার্ম হাউজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক হয় স্মৃতির বাবা শ্রীনীবাস মান্ধানার। ফলে স্থগিত করা হয় তাদের বিয়ে।
এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু বর পলাশ মুচ্ছাল। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন এই গায়ক। এরই মাঝে ইনস্টাগ্রামে এক নারীর সঙ্গে গায়ক পলাশের চ্যাটের (কথোপকথন) স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় (রেডিট) ভাইরাল হয়েছে। এ কথোপকথন থেকে জানা যায়, ওই নারীর নাম মেরি ডিকস্টা।
আরো পড়ুন:
ধর্মেন্দ্রর সেরা পাঁচ চরিত্র
ধর্মেন্দ্রকে কেন ‘সুপারস্টার’ বলা হয়নি?
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, মেরি ডিকস্টা তার ইনস্টাগ্রাম স্টোরিতে স্ক্রিনশটগুলো পোস্ট করেন। পরে তা রেডিটে ছড়িয়ে পড়ে। মেরির সঙ্গে চ্যাট করার সময় ক্রিকেটারের সঙ্গে ‘লং-ডিস্ট্যান্স’ সম্পর্ক নিয়ে কথা বলেন পলাশ। এরপর মেরির সঙ্গে ‘ট্যুরে’ যাওয়ার বিষয়ে কথা বলেন।
এ নারীর প্রতি গায়কের বার্তাগুলো বেশ ফ্লার্টি মনে হয়, কারণ ওই নারীর সৌন্দর্যের প্রশংসাও করেছে পলাশ। তাছাড়া পালাশ ওই নারীকে সাঁতার কাটতে, পরে স্পা-তে এবং তারপর ভোর ৫টার দিকে মুম্বাইয়ের ভারসোভা বিচে তার সঙ্গে যোগ দিতে বলেন। এরপর মেরি জিজ্ঞাসা করেন, সে কি স্মৃতিকে ভালোবাসেন? তখন পালাশ বিষয়টি এড়িয়ে যায়।
স্ক্রিনশটগুলো প্রকাশ্যে আসার পর নেটিজেনরা পালাশকে নিয়ে কটুক্তি করছেন। একজন রেডিট ব্যবহারকারী দাবি করেন—“আমি ২০১৬–১৭ সালের দিকে পালাশকে অনুসরণ করতাম। তখন তার একজন ডাক্তার বান্ধবী ছিল। দেখে মনে হয়েছিল তারা সম্পর্কটাকে বেশ সিরিয়াসলি নিচ্ছিলেন। কিন্তু পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। কারণ জানা যায়, পলাম মেয়েটির সঙ্গে প্রতারণা করেছে। সুতরাং এবারও সে প্রতারণা করার সম্ভাবনা রয়েছে। কারণ বলা হয়—‘একবার প্রতারক হলে সবসময়ই প্রতারক।”
প্রতারণার অভিযোগে নেট দুনিয়ায় জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছেন গায়ক পলাশ। এ নিয়ে টুঁ-শব্দ করেননি তার হবু স্ত্রী স্মৃতি।
ঢাকা/শান্ত