কেক কেটে রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Published: 26th, November 2025 GMT
নারায়ণগঞ্জে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হয়। সভায় অতিথিরা পত্রিকাটির ভূয়সী প্রশংসা করে এক বছরেই তা পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেন।
জেলা প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি আবু সাউদ মাসুদ, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ ও রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী সদস্য প্রণব কৃষ্ণ রায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, রূপালী বাংলাদেশ এক বছরে অনেকদূর এগিয়ে গেছে। অনেক চমৎকার চমৎকার সংবাদ প্রকাশ করে পাঠকদের অন্তরে জায়গা করে নিয়েছে। দেশের স্বার্থে পত্রিকাটি ভবিষ্যতেও সত্য সংবাদ প্রকাশে দৃঢ় থাকবে এমনটাই আশা করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নাহিদ আজাদ, এম আর কামাল, মাসুমুজ্জামান, আমির হোসাইন স্মীথ, আনোয়ার হাসান, সিনিয়র ফটো সাংবাদিক পাপ্পু ভট্টাচার্য ও সাংবাদিক অপু রহমান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ প র স ক ল ব র স
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে তরুণীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২৪) নামের এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার কামারগাঁও এলাকায় র্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে।
রিয়া মনি র্যাংকস কারখানার বাবুর্চি ছিলেন। পুলিশ ও কারখানার শ্রমিকরা জানিয়েছেন, রিয়া মনির সঙ্গে আদিল হোসেনের ৯ মাস আগে বিয়ে হয়। এর আগে একটি বিয়ে করেছিলেন আদিল।
আদিল হোসেন দাবি করেছেন, আজ সকালে তিনি স্ত্রীর জন্য খাবার কিনতে বাইরে যান। এর পর এক ঘণ্টা পর ফিরে এসে রুমের মধ্যে রক্তাক্ত অবস্থায় রিয়া মনির লাশ দেখতে পান। তার চিৎকার করে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন জানিয়েছেন, নিহতের স্বামী আদিল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
ঢাকা/অনিক/রফিক