পাকিস্তানের যেসব সামরিক স্থাপনায় হামলার তথ্য জানাল ভারত
Published: 10th, May 2025 GMT
ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি পাকিস্তানের ওপর ভারতের হামলা সম্পর্কে তথ্য দিয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাকিস্তান ইচ্ছাকৃতভাবে ভারতের সামরিক স্থাপনা টার্গেট করার পর, ভারতের সশস্ত্র বাহিনী পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। পাকিস্তানের কারিগরি স্থাপনা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, রেডার সাইট এবং অস্ত্র ডিপোগুলোকে বেছে বেছে টার্গেট করা হয়েছে।’
কর্নেল সোফিয়া কুরেশি বলেন, ‘রফিকি, মুরিদ, চাকলালা, রহিমইয়ার খান, সুক্কুর এবং চুনিয়ায় অবস্থিত পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান ও অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে।’
তিনি বলেন, পাকিস্তানের পসরুরে অবস্থিত রেডার সাইট এবং শিয়ালকোটের বিমান ঘাঁটি টার্গেটেও ভারত হামলা চালিয়েছে।
এই ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর সময় সাধারণ মানুষের অনেক কম ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। সূত্র: বিবিসি
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ
৩০০ সংসদীয় আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার পর রাতে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার; ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ৬৪ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরের আসনগুলো এবং খুলনা নগরের একটি আসন বাদে ৬৪ জেলা প্রশাসক সংশ্লিষ্ট জেলার সংসদীয় আসনগুলোতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
ঢাকা মহানগরীতে অবস্থিত আসনগুলোর মধ্যে ঢাকা ১৩ ও ১৫ ছাড়া অন্যগুলোতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকছেন ঢাকার বিভাগীয় কমিশনার। এই দুই আসনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ঢাকা জেলার আসনগুলোতে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকার জেলা প্রশাসক।
চট্টগ্রাম মহানগর–সংশ্লিষ্ট আসনগুলোর মধ্যে চট্টগ্রাম-৪, ৫, ৮, ৯ ও ১০ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এর বাইরে চট্টগ্রামের অন্য আসনগুলোতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
এ ছাড়া খুলনা–৩ আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
এদিকে গতকাল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন পুনর্নির্ধারণ করে সীমানার সংশোধিত গেজেট জারি করেছে ইসি।