পাকিস্তানের যেসব সামরিক স্থাপনায় হামলার তথ্য জানাল ভারত
Published: 10th, May 2025 GMT
ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি পাকিস্তানের ওপর ভারতের হামলা সম্পর্কে তথ্য দিয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাকিস্তান ইচ্ছাকৃতভাবে ভারতের সামরিক স্থাপনা টার্গেট করার পর, ভারতের সশস্ত্র বাহিনী পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। পাকিস্তানের কারিগরি স্থাপনা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, রেডার সাইট এবং অস্ত্র ডিপোগুলোকে বেছে বেছে টার্গেট করা হয়েছে।’
কর্নেল সোফিয়া কুরেশি বলেন, ‘রফিকি, মুরিদ, চাকলালা, রহিমইয়ার খান, সুক্কুর এবং চুনিয়ায় অবস্থিত পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান ও অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে।’
তিনি বলেন, পাকিস্তানের পসরুরে অবস্থিত রেডার সাইট এবং শিয়ালকোটের বিমান ঘাঁটি টার্গেটেও ভারত হামলা চালিয়েছে।
এই ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর সময় সাধারণ মানুষের অনেক কম ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। সূত্র: বিবিসি
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৩০ হাজারের চিচিঙ্গায় লাভের আশা ২ লাখ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরুড়া গ্রামের কৃষক এনামুল হক মাচা পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের চিচিঙ্গা চাষ করছেন। পুষ্টিগুণ সমৃদ্ধ সবজিটির উৎপাদনও হয়েছে ভালো। ইতোমধ্যে পাইকারী বাজারে চিচিঙ্গা বিক্রি করতে শুরু করেছেন তিনি।
এই কৃষক জানান, পৌনে দুই বিঘা জমিতে মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে চিচিঙ্গা চাষে তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা। বাজারে দাম ভালো পাচ্ছেন। এই সবজি বিক্রি করে দুই লাখ টাকা লাভ হবে এমনটি আশা তার।
আরো পড়ুন:
নেত্রকোণায় আমন কাটা শুরু, ব্যস্ত চাষির মুখে হাসি
চাঁপাইনবাবগঞ্জে নজিরবিহীন বৃষ্টি, ৪৪৫৯ হেক্টর ফসল ক্ষতির মুখে
উপজেলার গরুড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে বিষ মুক্ত পদ্ধতিতে চিচিঙ্গা চাষের জন্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এর ফলে আশেপাশের কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, দৌলতপুরে প্রায় ৩০ হেক্টর জমিতে চিচিঙ্গা চাষ হয়েছে।
কৃষক এনামুল হক বলেন, “এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি কর্মকর্তার পরামর্শে নিজ উদ্যোগে মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত চিচিঙ্গা চাষে করেছি।”
তিনি বলেন, “জুলাই মাসের প্রথম সপ্তাহে চিচিঙ্গা রোপণ করা হয়েছিল। ৩৫-৪০ দিনের মধ্যে চিচিঙ্গা সংগ্রহ শুরু হয়। বিষমুক্ত হওয়ার কারণে এর চাহিদা বেশি। পাইকারি বাজারে ৩৫ টাকা কেজি দরে চিচিঙ্গা বিক্রি করছি। আশা করছি, দুই লাখ টাকার মতো লাভ করতে পারব।”
দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, “চিচিঙ্গা পুষ্টিসমৃদ্ধ সবজি, যা ওজন কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক। স্বল্প সময় ও খরচে কৃষকরা লাভবান হচ্ছেন। আশা করছি, আগামীতে আরো বেশি কৃষক চিচিঙ্গা চাষ করবেন।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ