পুলিশ এফসিকে হারাতে পারলে মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫-এ নামিয়ে আনতে পারত আবাহনী লিমিটেড। কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। আবাহনী আজ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে পুলিশ এফসির সঙ্গে। ম্যাচের শেষ দিকে আবাহনীর পাপন সিংহ দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

পুলিশের সঙ্গে ড্র করেছে আবাহনী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আড়াই ঘণ্টা পর সড়ক ছাড়লেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা

প্রায় আড়াই ঘণ্টা পর ফার্মগেটের সড়ক ছাড়লেন তেজগাঁও কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। আবারো যান চলাচল শুরু হয়েছে।

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার সহপাঠীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকার তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পৌনে ১টার দিকে তারা সড়ক ছাড়েন। 

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এরইমধ্যে হোস্টেল সুপার বাদি হয়ে একটি মামলা করেছেন।

নিহত সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক নিয়ন্ত্রণ ও সেবন নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রানা গুরুতর আহত হন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।

ঢাকা/এমআর/ইভা 

সম্পর্কিত নিবন্ধ