প্রথমবারের মতো গিয়েছিলেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে। সেই রোমাঞ্চের সঙ্গে পারফরম্যান্সও ছিল ভালো। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে ৫ ম্যাচ খেলে নেন ৯ উইকেট। অথচ আজ বিকেলে দেশে ফিরে রিশাদ হোসেনকে বর্ণনা করতে হলো মাঠের বাইরের ভিন্ন এক অভিজ্ঞতার কথা।  

কয়েক দিন ধরে ভারত–পাকিস্তান পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে হামলা হয় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশেও। এ ঘটনার পর পিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা দেশে ফেরার ইচ্ছার কথা জানান।

এরপরই পিএসএল স্থগিতের ঘোষণা আসে। পাকিস্তান থেকে বিশেষ বিমানে দুবাইয়ে আনা হয় বাংলাদেশের দুই ক্রিকেটারকে, সেখান থেকে আজ বিকেলে ঢাকায় পৌঁছান নাহিদ রানা ও রিশাদ। বিমানবন্দরে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে রিশাদ বলেন, ‘আসলে প্রথম যে পরিস্থিতি আমরা দেখেছি, শুনতে পেয়েছি, শোনার পর একটু আতঙ্কিত হয়েছিলাম সবাই, ভয় কাজ করছিল। সবাই সাপোর্ট করছিল দেশ থেকে, টিম ম্যানেজমেন্ট থেকেও। বিসিবি থেকেও অনেক খোঁজখবর নিয়েছে।’

নাহিদ রানা একটু ঘাবড়ে যায় এবং একটু চুপচাপ ছিল। আমি ওকে বলছি টেনশনের কিছু নেই, আমরা দুজন আছি। আল্লাহ তো আছেই।রিশাদ হোসেন, বাংলাদেশের ক্রিকেটার

একে দেশের বাইরে, তার ওপর যে দেশে খেলতে গেছেন, সেই দেশ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে! পাকিস্তান থেকে পরিবারকেও সাহস জোগাতে হয়েছে রিশাদদের। ‘চেষ্টা করছি ভালো রাখার জন্য (পরিবারকে), পজিটিভ কথা বলার জন্য যেন টেনশন না করে’—বলেছেন বাংলাদেশ দলের এই লেগ স্পিনার।

বিমানবন্দরে কথা বলছেন রিশাদ হোসেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির দোয়া

কুতুবপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

‎‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ভূঁইঘড় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুতুবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। 

‎প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বারবার গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করেছে। শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র বিপর্যস্ত হয়ে পড়েছিল, হাজারো বিএনপি নেতাকর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্টে স্বৈরশাসনের পতন ঘটে। এখন জনগণ অপেক্ষা করছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য।

‎তিনি আরও বলেন, খালেদা জিয়া আজ দীর্ঘদিন ধরে চিকিৎসা সংকট, রাজনৈতিক প্রতিহিংসা এবং রাষ্ট্রীয় নির্যাতনের শিকার। শেখ হাসিনার পতনের পর দেশ যে স্বস্তির নিশ্বাস ফেলেছে, তার পরও খালেদা জিয়া এখনও স্বাভাবিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। তিনি নিজের অতীত নির্যাতনের বিবরণ তুলে ধরে বলেন, ৫ আগস্ট আগে আন্দোলনের সময় আহত হয়ে তার একটি চোখ প্রায় নষ্ট হয়ে গিয়েছিল।

চিকিৎসার জন্য রাজধানীতে যেতে হলেও বিভিন্ন সময় তাকে বাধা ও নির্যাতনের মুখে পড়তে হয়েছে। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের হাতে দলের ৩১ দফার লিফলেট তুলে দেন এবং প্রত্যেককে এটি পরিবারে আলোচনা করে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

শিক্ষা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা ও রাষ্ট্র কাঠামোসহ সব বিষয়ে দলের রূপরেখা জনগণের সামনে তুলে ধরতে হবে। নারায়ণগঞ্জ চার আসনে একটি শক্তিশালী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করবেন।
‎‎
‎কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি  মো: নজরুল ইসলাম মাতবর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুইয়া, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ,  ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মো : বাবুল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো : মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো : মাসুম আহমেদ রাজ সহ অসংখ্য নেতৃবৃন্দ। 

সম্পর্কিত নিবন্ধ