এবার ব্যালন ডি’অর তাহলে কার?

এটা বিশ্বকাপের বছর নয়, ইউরো বা কোপা আমেরিকারও নয়। যে বছর এ রকম বৈশ্বিক টুর্নামেন্ট থাকে, সে বছরের ব্যালন ডি’অরের জন্য ওই টুর্নামেন্টের পারফরম্যান্স হয়ে ওঠে প্রধান বিবেচ্য। এই বছর যেহেতু সে রকম কিছু নেই, চ্যাম্পিয়নস লিগের পারফরম্যান্সই হতে পারে বড় বিবেচনার বিষয়, সঙ্গে লিগের পারফরম্যান্স।

তো সেই বিবেচনায় কারা এগিয়ে? পিএসজির উসমান দেম্বেলে, জিয়ানলুইজি দোন্নারুম্মা, ভিতিনিয়া, ইন্টার মিলানের লাওতারো মার্তিনেজ, ডেঞ্জেল ডামফ্রিস, বার্সেলোনার রাফিনিয়া, পেদ্রি, লামিয়ে ইয়ামাল, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, লিভারপুলের মোহাম্মদ সালাহ—ঘুরেফিরে এই নামগুলোই আসছে আলোচনায়।

সেখান থেকে যদি আরও ছোট একটা তালিকা করা হয়, তাহলে কারা থাকবেন? প্রশ্নটা করা হয়েছিল এবার ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়াকে।

তিনি কাদের রেখেছেন জানেন? নিজের দুই বার্সা–সতীর্থ—লামিনে ইয়ামাল ও পেদ্রি, রিয়াল মাদ্রিদের দুই সুপারস্টার—ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে আর লিভারপুলের রাজপুত্র মোহাম্মদ সালাহকে! এরাই রাফিনিয়ার চোখে সেরা পাঁচ। তাঁর কথা, ‘লামিনে, সালাহ, এমবাপ্পে.

..পেদ্রি তো আমার কাছে বিশ্বের সেরা।

লামিনে ইয়ামালকে নিজের তালিকায় রেখেছেন ইয়ামাল

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দীপিকার পাশে রাশমিকা, বললেন...

দৈনিক আট কর্মঘণ্টা নিয়ে মতবিরোধরের জেরে দুই বড় বাজেটের দক্ষিণি সিনেমা ছেড়েছেন দীপিকা পাড়ুকোন। তাঁর এই মতের পক্ষে–বিপক্ষে কথা বলেছেন অনেক তারকাই। তবে নিজের নতুন ছবির প্রচারে দীপিকার পক্ষেই কথা বললেন রাশমিকা মান্দানা।  

‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার প্রচারে এক সাক্ষাৎকারে রাশমিকা জানান, তিনি অনেক সময়ই আট ঘণ্টার বেশি কাজ করেছেন। কিন্তু এটা মোটেও ঠিক হয়নি। অভিনেত্রী বলেন, ‘আমি অনেক বেশি কাজ করি, এটা মোটেও সুপারিশযোগ্য নয়। এটি কখনো করবেন না, যা আপনার জন্য আরামদায়ক, তাই করুন। ৮ ঘণ্টা বা ৯-১০ ঘণ্টার কাজের সময় ঠিক করুন। বিশ্বাস করুন, পরে এইটা আপনাকে বাঁচাবে। আমি সম্প্রতি কর্মঘণ্টা নিয়ে অনেক আলোচনা দেখেছি। আমার উপলব্ধি হলো, আপনার সঙ্গে যেটা যায়, সেটাই করুন।’  

রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ