বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) ও ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী) পদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) পদের পরীক্ষা ১৭ মে শুরু হবে পরীক্ষা। ওই দিন দুই শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। বেলা ১টা ও ২টায় হবে এ পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২২ মে। ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী) পদের মৌখিক পরীক্ষা শুরু হবে ২২ মে। এ পরীক্ষা শেষ হবে ২৫ মে।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) ও ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী) পদের মৌখিক পরীক্ষা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, কনফারেন্স রুম (২য় তলায়) অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্টসহ যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। সেগুলো হলো—

আরও পড়ুনমৎস্য উন্নয়ন করপোরেশন নেবে ৯মসহ বিভিন্ন গ্রেডে, ৩৮ পদে নিয়োগে আবেদন শুরু১১ ঘণ্টা আগে

১.

আইকিউ ও লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট (২ কপি)

২. টেলিটক প্রদত্ত অ্যাপ্লিক্যান্ট কপি (কালার প্রিন্ট)।

৩. পাসপোর্ট সাইজের সত্যায়িত চার (৪) কপি ছবি।

৪. জাতীয় পরিচয়পত্র ও জন্ম (নিবন্ধন) সনদের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি।

৫. মেয়র/চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি।

৬. সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি।

৭. কম্পিউটার জ্ঞান ও দক্ষতাসংক্রান্ত সনদের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি।

৮. অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টসের (যদি থাকে) মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি।

মৌখিকের সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুনউচ্চশিক্ষার সুযোগ সীমিত, বেতন কম, কারিগরিতে আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা৬ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পদ র ম খ ক পর ক ষ ফ ল ইট স ট য পর ক ষ র র ম লকপ

এছাড়াও পড়ুন:

কাশবনের হাতছানিতে ব্রহ্মপুত্রের তীরে ভিড়

চারদিকে জেগে ওঠা ব্রহ্মপুত্র নদের বালুচর। এর মাঝখানে স্বচ্ছ পানির আধার। ওপরে নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ। আর চরজুড়ে শুভ্র কাশফুল। প্রকৃতির দানেই তৈরি হয়েছে এ মনোমুগ্ধকর দৃশ্য। বাতাসে দুলতে থাকা কাশফুলের এ সৌন্দর্য ভ্রমণপিপাসুদের মনে দেয় একধরনের প্রশান্তি। তাই প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এখানে।

এ অপার সৌন্দর্যের দেখা মিলবে জামালপুর শহরের ফৌজদারি এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত নদের ধারে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষের। সবাই নিজেদের মতো করে ছবি তুলছেন, কেউবা কাশফুল ছিঁড়ে তৈরি করছেন তোড়া।

গত মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা যায়, শহরের মোড় থেকে শুরু করে নদের তীর পর্যন্ত মানুষের ভিড়। ছোট্ট একটি সেতু পার হয়ে সবাই ছুটছেন নদীর ধারে। প্রায় এক কিলোমিটারজুড়ে ফুটেছে কাশফুল। সবুজ লম্বা পাতার বুক থেকে বেরিয়ে আসা শুভ্র কাশফুল কোথাও থোকা থোকা, কোথাও গুচ্ছ আকারে। দূর থেকে মনে হবে, বালুচরে যেন সাদা চাদর বিছানো। হাওয়ায় দুলে ওঠা কাশফুলে মন ভরে যাচ্ছে দর্শনার্থীদের।
চরের যে অংশে কাশবনের সৃষ্টি হয়েছে, সেখানে জনবসতি নেই। আছে স্বচ্ছ পানির লেকের মতো একটি ডোবা। কাশফুলঘেরা সেই পানিতে ডিঙিনৌকা নিয়ে ঘুরছেন দর্শনার্থীরা। শহরের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ কেউ ছবি তুলছেন, কেউবা সন্তানদের নিয়ে খেলায় মেতে উঠেছেন।

ব্রহ্মপুত্র নদের চরের যে অংশে কাশবনের সৃষ্টি হয়েছে, সেখানে জনবসতি নেই। আছে স্বচ্ছ পানির লেকের মতো একটি ডোবা

সম্পর্কিত নিবন্ধ