বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সিদ্ধিরগঞ্জে সজল মিয়া (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। এই মামলায় মামলায় অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, সারা দেশে গ্যাজেট প্রকাশের পর নিহত সজলের মা মা রুনা বেগম (৪৭) বাদি হয়ে ঘটনার নয় মাস পর শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন।
মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা.

সেলিনা হায়াত আইভী, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানসহ ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন বাদীর ছেলে সজল মিয়া আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে অবস্থান নেন। সেদিন মামলায় উল্লেখ আসামিরা জনতাকে প্রতিহত করতে অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন।
ওই সময় আসামিদের এলোপাতাড়ি গুলিবর্ষণে ভিকটিমের পেটে গুলি লাগে। তখন ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে তাৎক্ষণিক চিটাগাংরোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলায় আসামির তালিকা : 

১। শেখ হাসি হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী), পিতা-মৃত শেখ মুজিবর রহমান, সাং- ৩২নং ধানমন্ডি, থানা-ধানমন্ডি, ঢাকা, 
২। আসাদুজ্জামান খাঁন কামাল (৭৩) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পিতা- আশরাফ আলী খান, সাং-মণিপুরি পাড়া, খানা তেজগাঁও, জেলা- ঢাকা, 
৩। ওবায়দুল কাদের (৭১) সাবেক সেতুমন্ত্রী, পিতা- মোশারফ হোসেন, সাং- বড় রাজাপুর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা, নোয়াখালী, 
৪। এ.কে.এম শামিম ওসমান (৬৪) শিতা-মৃত এ কে. এম শামসুজ্জোহা, সাং- ১৯১ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, 
৫। নজরুল ইসলাম বাবু, (সাবেক এমপি-আড়াইহাজার), পিতা, সহিদুর রহমান, সাং-আড়াই হাজার, নারায়ণগঞ্জ, 
৬। ডাঃ সেলিনা হায়াত আইডী, (সিনিয়র সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগ), পিতা-মতঃ আলী আহাম্মদ চুনকা, সাং-পশ্চিম দেওভোগ, থানা- নারায়নগর সদর, জেলা- নারায়ণগঞ্জ, 
৭। শাহজালাল মিয়া (০৫), সাবেক সভাপতি আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ, সাং-অজ্ঞাত, থানা- আড়াইহাজার, জেলা -নারায়ণগঞ্জ 
৮। ইয়াসিন হাদী (৬২) পিতা- মূলফত আলী, সাং- মিজমিজি, আনা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৯। আজমেরি ওসমান (৪৫) পিতা- মৃত নাসিম ওসমান, সাং- ১১ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, থানা নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, 
১০। আলহাজ মোঃ মজিবর রহমান (৭২), পিতা-মৃত রাজন আলী, সাং মিজমিজি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 
১১। অয়ন ওসমান (৩৭) পিতা- এ.কে.এম শামিম ওসমান, সাং- ১১ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, 
১২। সফিকুল ইসলাম (৪৫) পিতা- মৃত শহিদ চেয়ারম্যান, সাং-মিজমিজি পশ্চিমপাড়া, থানা-সিদিরগঞ্জ, নাঃগঞ্জ, 
১৩। মতিউর রহমান মতি (৫৫) (গুনা ওয়ার্ড কাউন্সিলর) ও সভাপতি-সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ, পিতা- মৃত বাদশা মিয়া, 
১৪। পানি আক্তার (৩০) পিতা, আবদুল করিম, 
১৫। মানিক মাষ্টার (৪৮) পিতা-মাইন উদ্দিন, 
১৬। ভাগিনা মামুন (৪০) পিতা, লালমিয়া, সর্বসাং- আইলপাড়া, সুমিলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণাগার, 
১৭। নূর উদ্দিন মিয়া (৫৫) ৪ নং ওয়ার্ড কাউন্সিলব্য, পিতা- মৃত বদরউদ্দিন, 
১৮। শাহজালাল বাদল (৪১) (১নং ওয়ার্ড কাউন্সিলর, পিতা- নূর সালাম উভয় সাং-শিমরাইল, চিটাগাংরোজ, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 
১৯। সিরাজ মন্ডল (৫০), (সাবেক কাউন্সিলর ৬না ওয়ার্ড), চেয়ারম্যান-বঙ্গবন্ধু পরিষদ, সাং-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 
২০। আব্দুস সাত্তার (৪৫), (ফুরলীগ সক্রীয় সদস্য), পিতা- মোস্তফা, সাং- খৈমাইর, থানা-রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, 
২১। সিব্বির, নারায়ণগঞ্জ মহানগর, সহ-সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ, পিতা- মোতালেব, সাং-হিরাঝিল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, 
২২। ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর, ধর্ম উপ কমিটির সদস্য-কেন্দ্রীয় আওয়ামীলীগ পিতা- মোতালেব, সাং-হিরাঝিল, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, 
২৩। অজিম বাবু, প্রচার সম্পাদক-সিদ্ধিরগঞ্জ, থানা আওয়ামীলীগ, পিতা-অজ্ঞাত, সাং-আটিগ্রাম, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, 
২৪। আমিনুল হক রাজু, স্বোচ্ছাসেবকলীগ সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা, পিতা-কাজিম ভূইয়া, মিজমিজি দক্ষিণ পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, 
২৫। মনির, যুবলীগ নেতা (শুটার), পিতা-মৃত জমির বাবু, কদমতলী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগুরুন্ড, 
২৬। গুলো মেম্বার, যুবলীগ নেতা, পিতা-মৃত পৈশন খান, সিদ্ধিরগঞ্জ থানা, সাং-সুমিলপাড়া, সিদ্ধিরগঞ্জ, এরায়ণগঞ্জ, 
২৭। হুমায়ুন কবির (ঘাড় মোটা কবির), সুবলীগ নেতা সিদ্ধিরগঞ্জ বা-ব, পিতা আব্দুল মনস্থর, সাং-হিকরিল, সিনিকগঞ্জ, নারায়ণগঞ্জ, 
২৮। মোঃ সোহাগ হোসেন (৩৯), (স্বেচ্ছাসেবকলীগ, ১নং ওমার্চ সাংগঠনিক সম্পাদনা), পিতা-মোঃ জাকির হোসেন, সাং-মিজমিজি দক্ষিন ৭৩৪১, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ, 
২৯। মোঃ মানিক সরকার (৪২), যুবলীগ নেতা-সিদ্ধিরগঞ্জ থানা, পিতা-মৃত ডিগ্রেড সরকার, মাং-নাতুন বাজার, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, 
৩০। মোঃ শরিফ, যুবলীগ নেতা। সিদ্ধিরগঞ্জে খা-না, পিতা সুন্দর এই, সাং-মিজমিতি বাতান পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, 
৩১। শাহ নিজাম (৫৬) (যুগ্ম সম্পাদক-মহানগর আওয়ামীলাপ্য, পিতা- শাহ নূর উদ্দিন সাং- চাষাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, 
৩২। নূর হোসেন (২৫), (সিদ্ধিরগঞ্জ থানা সুবলীগের সংক্রিয় সদস্য), পিতা, মোঃ আলমগীর হোসেন, সাং-সোলমিয়া মার্কেট, আদমজী নগর, বীনা- সিদ্ধিরগঞ্জ, নারায়রগঞ্জ, 
৩৩। শাহ পরান আহমেদ যুবরাজ (২২), (সিদ্ধিরগঞ্জ যুবলীগ সক্রিয় এরায়নগঞ্জ, 
৩৪। মেচেদী হাসান একেল তের), নোরায়নগঞ্জ যুবলীগ সক্রিয় সদ্য), পিতা আবুল কালাম, বাং বাগমারা, সানারপাড়, দিছিরগঞ্জ, জেলা- নারায়নগর অ গানঃ পিছিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ, এর। 
৩৫। তানজিন করিয় সঙ্গ (৫০) পিতা- মৃত রমায়ুন কবির, মানে মেমাতনী, বিছিরগঞ্জ, নারায়ণগঞ্জ, 
৩৬। রমজান, খুকনীগ নেতা, পিতা-গফুর, সাং-সি,আই যোগা, সিন্ধিয়গার, নারায়ণগঞ্জ, 
৩৭। মতিন মাস্টার, সভাপতি-শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি, শিা-অজ্ঞাত, মনা ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়গঞ্জ, 
৩৮। দ্বীন ইসলাম (৩০), (নারায়নগঞ্জ যুবলীগ সক্রিয় সদস্য, ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ফারুকের ডানহাত), পিতা- তাজুল ইসলাম, সাং- হিরুঝিল নতুন মহল্লা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা, নারায়নগার, 
৩৯। মোঃ রনি (৩৭), (সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সক্রিয় সদস্যা, পিতা- মৃত মোহাম্মদ মোস্তফা, সাং- সেক্টর-এইচ আদমজী শিমুলপাড়া, থানা- বিদ্ধিরগঞ্জ, জেলা- নারানগঞ্জ, 
৪০। রিকাবুল (৫০), (নারায়নগঞ্জ যুবলীগ সক্রিয় সদস্য), পিতা- মৃত নুরুল হক ভূইয়া, সাং- সর্দারপাড়া সাইলো গেটট, থানা- সিডিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ, 
৪১। অপন (৪৫), (নারায়নগঞ্জ যুবলীগ সক্রিয় সদস্যা), পিতা- মুনসুর আলী, সাং- মিওমিজি দবি পাড়া, থানা- সিডিরগর, জেলা- নারায়নগঞ্জ, 
৪২। আখি নুর চৌধুরী, কেন্দর থানা জাতীয় পার্টির সহ-সভাপতি), পিতা- কবির চৌধুরী, সাং- উইলসনরোও, থানা- বন্দর, জোলা নারায়নগঞ্জ, 
৪৩। রাব্বী (২৩), । নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্যা), পিতা- মজিবর রহমান, সাং- নতুন বাজার সুমিলপাড়া, গ্রানা সিদ্ধিরগঞ্জ, জেলা- নারামনগর, 
৪৪। সোঃ আফজাল হোসেন, ইসিডিরগঞ্জ থানাধীন জালকুড়ি ৯নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সেক্রেটারী), পিতা মৃত সোনা মিয়া, সাং- আলকুড়ি উত্তর পাড়ং থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ, 
৪৫। মুন্না (২৫), পিতা- মোতালেব, সাং-এসও রোড, থানা- সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ, 
৪৬। মোঃ রবিউল ইসলাম (২১), (নিষিদ্ধ ঘোষতি ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সন্ত্রাসী এবং ১০ নং ওয়ত ছাত্রলীগের সভাপতি), পিতা- মোঃ জামাল, সাং- গোদনাইল মীরপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 
৪৭। মোঃ রফিগত (২৩), (সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি এবং ৪নং ওয়াড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম এর সহযোগী এবং যুবলীগের সক্রিয় সদস্য), পিতা- কবির হোসনে, সাং- শিমরাইল উত্তরপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ,
৪৮। আনোয়ার হায়াত হিমেল (৩৮), (সাধারণ সম্পাদক এনং ওয়ার্ড যুবলীগ), পিতা-খোকা মিয়া, সাং-অজ্ঞাত, থানা-সিদ্ধিরগুপ্ত, জেলা-নারায়ণগঞ্জ, 
৪৯। মিজানুর রহমান (৩৮), সাধারণ সম্পাদক, তাতীলীগ, ঢাকা মহানগর দক্ষিণ, 
৫০। মিনহাজার রহমান (রাইয়ান) (২৫), লীগ ছাত্রনেতা, নারায়ণগঞ্জ মহানগর, উভয় পিতা- হাবিবুর রহমান, উভয় সাং-অজ্ঞাত, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 
৫১। শরীফ হোসেন ইরান (৩৮), সভাপতি ৫ নং ওয়ার্ড যুবলীগ, পিতা- আলী আকবর মুন্সী, সাং-ওমরপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, 
৫২। আমিনুল হক রাজু (৫৩), সাধারণ সম্পাদক, সেচ্ছাসেবক লীগ, সিদ্ধিরগঞ্জ থানা, পিতা- কাসেম ভূইয়া, সাং-মিজমিজি দক্ষিণ পাড়া, সিদ্ধিরগঞ্জ, 
৫৩। গুজা লিটন (৪৫), ছাত্রলীগ লীগের আহব্বায়ক, ৬নং ওয়ার্ড, পিতা- আঃ ৪৭, শিমুলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ, 
৫৪। মোঃ আব্দুর রহমান কে সাইদুর রহমান জিসান (২৭), পিতা- তাজনিম ও তসলিম পাটোয়ারী, মাতা- সাহিদা আক্তার, সাং- দেহনা, পাটোয়ারী বাড়ী, থানা-রামগঞ্জ, জেলা, লাক্ষ্মীপুর, এ/পি-সানারপাড়, মতিন মাস্টারের বাড়ীর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, 
৫৫। সুন্দর আলী (৬০), মেয়র আড়াইহাজার পৌরসভা, জেলা-নারায়নগঞ্জ,, স্থায়ী-অজ্ঞাত, থানা, অজ্ঞাত, জেলা -অজ্ঞাত, বাংলাদেশ, 
৫৬। ইকবাল পারভেজ (৫৩), (নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক), থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, 
৫৭। খোরশেদ আলম (৬৫), সাধারন সম্পাদক আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ, থানা, আড়াইহাজার, জেলা নারায়ণগায়, 
৫৮। আহম্মেদ কবির উজ্জল (৫৫), সভাপতি আড়াইহাজার উপজেলা যুবলীগ, গ্রাম- দুল্লর, থানা আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, 
৫৯। সাইফুল ইসলাম স্বপন (৫০), উপজেলা চেয়ারম্যান, খানা- আড়াইহাজার জেলা নারায়ণগঞ্জ, 
৬০। নাজমুল, পিতা- সহিদুর রহমান, চেয়ারম্যান দুপ্তারা ইউপি, থানা এড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, 
৬১। শরিফ মিয়া (৩০), আড়াইহাজার উপজেলা ছাএলীগ সভাপতি, সাং- আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ, 
৬২। হাবিবুর রহমান মোল্লা, পিতা। নূর মোল্লা, সাংগঠনিক সম্পাদক কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি, সাং-খাগকান্দা, থানা-আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ


 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ শ ম ম ওসম ন ন র য়ণগঞ জ অয়ন ওসম ন ন র য়ণগঞ জ সদর স দ ধ রগঞ জ থ ন ন র য়ণগঞ জ স ক র য় সদস য শ ম ম ওসম ন য বল গ ন ত দ র রহম ন আওয় ম ল গ ড ক উন স ল ইসল ম মন ত র এম শ ম ধ নমন

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি-যুবদলের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬ জন হাসপাতালে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও যুবদলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগ্নেয়াস্ত্র, টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে উভয় পক্ষের আহত ২২ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন কালাপাহাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আবদুল মতিন (৫০), জমির আলী (৫০), রাফি মিয়া (২৪), খায়ের উদ্দিন (৪২), জোনায়েত মিয়া (২৫), কালু মিয়া (৩৭), খলিলুর রহমান (৪০), আল আমিন (২৫), রশিদ মিয়া, (৫০), মনির হোসেন (৩৫), মজিবুর রহমান (৫০), সালাউদ্দিন মিয়া (৩৫), বিল্লাল হোসেন (৩৫), শুভ মিয়া (২৫), জুনায়েদুর রহমান (২৫), রাজীব মিয়া (১৫), আহাদ মিয়া (১৮), তামিম মিয়া (১৪), আবদুর রহিম (৪৫), আলমগীর হোসেন (৪২), স্বপন মিয়া (৪০) ও আমির আলী (৬০)।

আহত ব্যক্তিদের মধ্যে মতিন, খায়ের, জোনায়েত, কালু, খলিলুর ও আল আমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ জানিয়েছে। অন্যরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলামের সঙ্গে ইউনিয়ন বিএনপির সহসভাপতি কবির হোসেনের অনুসারীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই নেতা নিজেদের প্রভাব বাড়াতে নিজ বলয়ে নতুন লোকজন ভেড়াতে শুরু করেন। এ সময় উভয় পক্ষই একে-অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ করেন। এ নিয়ে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। সম্প্রতি গ্রামের একটি হত্যা মামলাকে কেন্দ্র করে পুরোনো বিরোধ বাড়তে থাকে। সেই বিরোধের জেরে গতকাল শুক্রবার বিকেলে জহিরুল ও কবিরের অনুসারীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর আজ খালিয়ারচর পশ্চিম পাড়া গ্রামের ফকির বাড়ি জামে মসজিদের সামনে উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় কয়েকটি গুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। তবে কে বা কারা গুলি ছুড়েছেন, জানা যায়নি।

এ বিষয়ে যুবদলের নেতা ফকির জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘হত্যা মামলার আসামিদের শেল্টার দিচ্ছে কবিরের লোকজন। তারা মামলায় জামিন না নিয়েই এলাকায় ঘোরাফেরা করলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের বাধা দেন। এর জেরে এলাকাবাসীর ওপর হামলা করে কবিরের লোকজন। এলাকাবাসী তখন প্রতিরোধ করে।’
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা কবির হোসেন বলেন, ‘বিনা উসকানিতে আমার অনুসারীদের ওপর হামলা করে জহিরুলের লোকজন। হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।’

সংঘর্ষের ঘটনায় রাত আটটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • পর্তুগালের মাটিতে এক টুকরো বাংলাদেশ
  •  ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির মশক নিধন কর্মসূচি পালন
  • ১৫নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ 
  • ব্যাংক লুটপাটের টাকা দিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে : মামুন মাহমুদ
  • ব্যাংক লুটের টাকা দিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে : মামুন মাহমুদ
  • বন্দরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিল্পপতি বাবুলের সুপেয় পানির ফিল্টার বিতরণ
  • না’গঞ্জ-৩ ও ৪ আসনের যে কোন একটিতে নির্বাচন করবো : অধ্যাপক মামুন মাহমুদ
  • ২১ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠন
  • আড়াইহাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি-যুবদলের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬ জন হাসপাতালে