ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর পানি কমতে শুরু করেছে। শনিবার সকাল থেকে ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ রয়েছে। এতে নদী তীরের বাসিন্দাদের মধ্যে স্বস্তি এসেছে। তবে পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষতচিহ্ন।

এদিকে ভাঙা বেড়িবাঁধ মেরামতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শনিবার সকাল থেকে ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া বণিকপাড়ায় ২০ মিটার ভাঙা অংশে সংস্কার করা হচ্ছে।

সরেজমিন দেখা যায়, নদীর পানি কমে যাওয়ায় নিরাপদে আশ্রয় নেওয়া বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেছেন। তবে ঘরে কাদা থাকায় স্বাভাবিক জীবনযাপনে দু-তিন দিন লাগবে। বন্যায় বেশি ক্ষতি হয়েছে হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক কৃষকের। ঘরবাড়ি, ফসলি জমি, গ্রামীণ সড়ক নষ্ট হয়েছে। পুকুরের মাছ ভেসে গেছে। চব্বিশের বন্যার পর আবারও বাঁধ ভাঙায় পাউবোর দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা।

উত্তর বরইয়া গ্রামের মো.

মজিবুর হক খোকন বলেন, বন্যার পানি প্রবেশ করে খামারের দুই থেকে আড়াই হাজার মুরগির ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়ায় খামার পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।

নাসিমা আক্তার বলেন, হঠাৎ পানি ঢুকে সব ডুবে গেছে। জিনিসপত্র সরাব, না হাঁস-মুরগি বাঁচাব, না বাচ্চাকাচ্চাদের নিয়ে আশ্রয় নেব, এমন বিভীষিকাময় পরিস্থিতি পার করেছি। এখন আকাশে মেঘ দেখলেই ভয় লাগে।

পাউবো ফেনীর উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, সিলোনিয়া নদীর বাঁধের যে অংশে ভেঙেছে, সেটি সংস্কারে নদীর পানি কমার জন্য অপেক্ষা করা হচ্ছে। গোসাইপুর অংশে ভাঙনকবলিত বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করতে কয়েক দিন লাগবে।

পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. আক্তার হোসেন মজুমদার বলেন, ফুলগাজীর উত্তর বরইয়া এলাকায় মুহুরী নদীর ২০ মিটার অংশ মেরামতে জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলা হচ্ছে। পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।

পাউবো পূর্বাঞ্চল কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী পানির চাপ বাঁধ নিতে পারছে না। তাই বারবার ভেঙে যাচ্ছে। বন্যার হাত থেকে রক্ষা করতে টেকসই বাঁধ নির্মাণের জন্য ৭ হাজার ৩৪০ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, টেকসই বাঁধ নির্মাণ করলে সমস্যার সমাধান হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ম র মত

এছাড়াও পড়ুন:

ক্লিনটন থেকে ট্রাম্প: যেভাবে মার্কিন প্রেসিডেন্টদের মন জয় ও পরে হতাশ করেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামীকাল শুক্রবার আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। এতে তিনি এর আগে মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে ৪৮টি বৈঠকের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন।

২৫ বছরের বেশি সময় ধরে রাশিয়ার নেতৃত্বে থাকা পুতিন পাঁচজন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ও কাজ করেছেন। তাঁরা হলেন বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন।

স্নায়ুযুদ্ধের অবসানের সময় থেকে ২০০০-এর দশকের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্র–রাশিয়ার কিছু বৈঠক তুলনামূলক বন্ধুত্বপূর্ণই ছিল। তবে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই খারাপ হতে থাকায় পুতিনের সাম্প্রতিক বেশির ভাগ সাক্ষাৎ বিশেষ করে ওবামা ও বাইডেনের সঙ্গে বৈঠকগুলো নিষ্প্রভ ছিল।

এখানে অতীতের সেসব সাক্ষাতের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হলো, তাতে দেখা যাবে কীভাবে একসময় জ্যাজ কনসার্ট ও মাছ শিকারের আড্ডাগুলো শেষ পর্যন্ত হুমকিতে গিয়ে ঠেকেছে।

জুন ২০০০: পুতিন–ক্লিনটন সাক্ষাৎরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ৪ জুন, ২০০০

সম্পর্কিত নিবন্ধ