অভ্যাসে ঘাটতি, প্রচণ্ড গরমে ক্লান্ত শরীর; সব বাধা যেন হার মানলো মাঠে পা রাখার পর। ফুটবলে এমন ম্যাজিক অনেক সময়ই ঘটে। আর এবার সেই চমক দেখাল চেলসি। ইএস তিউনিসের বিপক্ষে ইনজুরি টাইমে মাত্র তিন মিনিটের ঝড়ে ৩-০ গোলের জয় ছিনিয়ে নিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্টরা।

খেলার নিয়মিত সময় যখন নিস্তরঙ্গ, তখনই হাজির হয় নাটক। প্রথমার্ধের যোগ সময়ের তৃতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের ফ্রি কিক থেকে মাথা ছুঁইয়ে গোল করেন ডিফেন্ডার টসিম আদারাবিও।

এর ঠিক দুই মিনিট পর আবারো আলো ছড়ান এনজো। তার দুর্দান্ত লব বল ধরে ডিফেন্ডারদের বোকা বানিয়ে চমৎকার ফিনিশিং করেন তরুণ ফরোয়ার্ড লিয়াম ডেলাপ। ম্যাচের শেষাংশে আরও একবার চমকে দেন টাইরিক জর্জ। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের সপ্তম মিনিটে দূর থেকে নেওয়া তার দুর্দান্ত শটে হতবাক তিউনিসের গোলরক্ষক।

আরো পড়ুন:

বেনফিকার বিস্ময়, বায়ার্নকে হারিয়ে গ্রুপ সেরা

শেষ ষোলোয় মেসিদের সামনে পুরনো ঠিকানার বড় চ্যালেঞ্জ

সব মিলিয়ে, তিন গোল, তিন গল্প, আর চেলসির জয় নিশ্চিত; সবই লেখা মাত্র কয়েক মিনিটে! এই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে চেলসি। এখন তাদের সামনে  পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকা। যারা ‘সি’ গ্রুপে বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রথম হয়েছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

‘আমি তো বাটপারও না, চোরও না যে দুই নম্বরি করে খাব’

ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ