প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী কলেজের এক ছাত্রী। তার নাম ইশরাত জাহান হাসি (২১)। তিনি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন।

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৩টায় রাজশাহী মহানগরীর হেতেমখাঁ কাস্টমস অফিস মোড়ের একটি মেস থেকে ইশরাতের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ তার প্রেমিক নাহিদ ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে। তিনি রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। 

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেছেন, নাহিদ ও ইশরাতের বাড়ি নাটোরে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মনোমালিন্যের কারণে রাতে প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইশরাত। সকালে লাশ উদ্ধারের সময় নাহিদ মেসের সামনেই ছিল। সেখান থেকেই তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ওসি জানিয়েছেন, ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে। এ মামলায় নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/কেয়া/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইশর ত

এছাড়াও পড়ুন:

ঐকমত্য কমিশনের মেয়াদ আরো ১ মাস বাড়ল

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১১ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে।
১৫ অগাস্ট ঐকমত্য কমিশনের প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারিত ছিল। তার আগেই আরো এক মাস সময় বাড়ানো হলো।

কমিশনে সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের আইয়ুব মিয়া, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশন বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান।

কমিশন গত শুক্রবার জানিয়েছে, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ এবং জুলাই সনদ মানার বাধ্যবাধকতা নিশ্চিতে রাজনৈতিক দলের সঙ্গে আগামী সপ্তাহে তৃতীয় দফায় বসবে ঐকমত্য কমিশন।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ