ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স।

শনিবার (২৮ জুন) পৌর শহরের ১১টি দোকানে অভিযান চালানো হয়। এর মধ্যে, ৪টি দোকানে অবৈধ জাল পাওয়া যায়। অভিযান শেষে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর অভিযানের নেতৃত্ব দেন।

তানভীর ইসলাম সাগর বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি দোকান থেকে ৭৬০ কেজি অবৈধ চায়না দুয়ারী ও ৯৯৫ কেজি কারেন্ট জাল জব্দ করে টাস্কফোর্স। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬৪ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া, আরো ৭টি দোকানে বিভিন্ন অনিয়মে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। পরিবেশের ক্ষতিকর এসব অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অব ধ জ ল

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ