আওয়ামীপন্থি ট্যাগ দিয়ে বাধা, পণ্ড শ্রমিক সম্মেলন
Published: 28th, June 2025 GMT
একাংশের নেতাকর্মীর বাধায় ফরিদপুরে পণ্ড হয়ে গেছে আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মেলন। এ সময় সম্মেলন আয়োজকদের ‘আওয়ামী লীগপন্থি’ আখ্যা দেন তারা। তবে আয়োজকদের ভাষ্য, তারা আওয়ামী লীগ-বিএনপি বুঝেন না, বুঝেন শ্রমিকদের কল্যাণ।
শনিবার শহরের পুরোনো বাসস্ট্যান্ডের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে সম্মেলন হওয়ার কথা ছিল। ২৩ জুন হল ভাড়ার টাকাও পরিশোধ করা হয় পৌর কর্তৃপক্ষকে। এ অংশের নেতৃত্বে আছেন ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান শেখ মানা। তিনি জেলা শ্রমিক দলের একাংশের যুগ্ম সম্পাদক। এদিকে বৃহস্পতিবার একই স্থানে ‘প্রতিবাদ সভা ও বিক্ষোভ’ সমাবেশের আবেদন করেন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো.
আব্দুল মান্নান শেখ মানার ভাষ্য, বিরোধ এড়াতে শুক্রবার রাতে চৌধুরী নায়াব ইউসুফের সঙ্গে দেখা করেন। নায়াব ইউসুফ তাঁকে সম্মেলন পিছিয়ে দিতে অনুরোধ করেন। সব প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, জেলার বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা আসবেন। এই অবস্থায় সম্মেলন স্থগিত সম্ভব নয়। তবে সীমিত পরিসরে করবেন।
শেখ মানা বলেন, ‘শ্রমিকরা শনিবার সকালে জড়ো হলে আরিফ হাসানসহ কয়েকজন সম্মেলনস্থলে এতে বাধা দিতে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আমাদের কাউকে মিলনায়তনে ঢুকতে দেয়নি।’
আরিফ হাসানের অভিযোগ, ‘অধিকাংশ শ্রমিক নেতাকে না জানিয়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে সম্মেলনের মাধ্যমে পকেট কমিটি করতে চেয়েছিল। তারা আওয়ামীপন্থি, আমরা বিএনপিপন্থি। ১৫ বছর তারা লুটপাট করে খেয়েছে। নতুন করে লুটপাটের উদ্যোগ নিয়েছে। সাধারণ শ্রমিকদের নিয়ে তাদের প্রতিহত করেছি।’
এ বিষয়ে শেখ মানা বলেন, ‘কিছুদিন আগে তো বিএনপি বলে কাউকে খুঁজে পাওয়া যেত না, সবাই আওয়ামী লীগ ছিল। এখন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা আওয়ামী লীগ-বিএনপি বুঝি না, শ্রমিকদের কল্যাণ বুঝি।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫