চট্টগ্রামে ৩৫ মামলার আসামি সন্ত্রাসী বার্মা সবুজ গ্রেপ্তার
Published: 29th, June 2025 GMT
চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী, ৩৫ মামলার আসামি মো. সবুজ ওরফে বার্মা সবুজকে (৩৬) গ্রেপ্তার করেছে সিএমপি’র বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। একইসাথে তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ জুন) রাতে নগর পুলিশের পক্ষ থেকে এই সন্ত্রাসীকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, শনিবার (২৮ জুন) বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচলনা করে বার্মা সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৭ জুন বার্মা সবুজের নেতৃত্বে সুমন খান ও মো.
এরপর আবার শনিবার সকালে সবুজের নেতৃত্ব ১২-১৩ জনের গ্রুপটি ইউসুফের বাসায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে ত্রাস সৃষ্টি করে নির্মাণাধীন বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এই ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন।
বায়েজিদ বোস্তামি থানার ওসি জানান, মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে থানার আওতাধীন হিলভিউ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী ৩৫ মামলার আসামি মো. সবুজ বার্মা সবুজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অপর আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই আসামিরা চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, খুলশী থানা এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে চাঁদাবাজি ও জায়গা দখল ও আদিপত্য বিস্তার করে আসছিল। তারা আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে ত্রাসসৃষ্টি করে এবং ভয়ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি করে।
ঢাকা/রেজাউল/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর র আস ম
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি