জুন মাসে বন্দরে জোড়া হত্যাসহ বিভিন্ন অপরাধে ৪৬টি মামলা
Published: 5th, July 2025 GMT
গত জুন মাসে চাঞ্চল্যকর জোড়া হত্যাসহ বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা হয়েছে ৪৬টি। এর মধ্যে মাদক মামলা রুজু হয়েছে ১২টি, হত্যা ৪টি,ডাকাতি ১ টি,নারী ও শিশু নির্যাতন আইনে ১টি, বিশেষ ক্ষমতা আইনে ১টি,সড়ক র্দূঘটনা আইনে ২টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ২০টি।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানায় রুজুকৃত ১২টি মাদক মামলায় ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় মাদক উদ্ধার হয়েছে ২শ ৩৫পিছ ইয়াবা ট্যাবলেট, ৯শ ৭০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন।
বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত ১ পলাতক আসামীসহ জিআর মামলার ওয়ারেন্টে ২৬ জন ও সিআর মামলার ওয়ারেন্টে ২৩ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, গত জুন মাসে বন্দর থানায় ৪৬টি মামলা হয়েছে। এরমধ্যে আলোচিত জোড়া হত্যা মামলায় উভয় পক্ষের অভিযুক্ত বেশিরভাগ আসামীকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে পাঠাতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি বন্দর উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
যশোরে প্রায় সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২
যশোরে ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়ে তাদের আটক করা হয়। তিন কেজি ওজনের ওই স্বর্ণের দাম সাড়ে চার কোটি টাকার বেশি।
আটক ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মো. মেহেদী হাসান (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা ভারতে পাচারের উদ্দেশে যশোর-মহেশপুর সীমান্তে যাচ্ছিলেন।
বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি ৫৭ লক্ষ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।