গত জুন মাসে চাঞ্চল্যকর জোড়া হত্যাসহ বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা হয়েছে ৪৬টি। এর মধ্যে মাদক মামলা রুজু হয়েছে ১২টি, হত্যা ৪টি,ডাকাতি ১ টি,নারী ও শিশু নির্যাতন আইনে ১টি, বিশেষ ক্ষমতা আইনে ১টি,সড়ক র্দূঘটনা আইনে ২টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ২০টি।

থানা সূত্রে জানা গেছে, বন্দর থানায় রুজুকৃত ১২টি মাদক মামলায় ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে  মাদক মামলায় মাদক উদ্ধার হয়েছে ২শ ৩৫পিছ ইয়াবা ট্যাবলেট, ৯শ ৭০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন।

বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত ১ পলাতক আসামীসহ জিআর মামলার ওয়ারেন্টে ২৬ জন ও সিআর মামলার ওয়ারেন্টে ২৩ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, গত জুন মাসে বন্দর থানায় ৪৬টি মামলা হয়েছে। এরমধ্যে আলোচিত জোড়া হত্যা মামলায় উভয় পক্ষের অভিযুক্ত বেশিরভাগ আসামীকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে পাঠাতে সক্ষম হয়েছি।  আমরা চেষ্টা করছি বন্দর উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

রাজধানীতে বেপরোয়া ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৪ 

রাজধানীর শাহবাগে ঢাকা মেডিকেলের বহির্বিভাগর সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২৯) নামে বিটিভির ক্যামেরাম্যানের সহকারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আরো পড়ুন:

আড়াই ঘণ্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি

চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের

বিটিভির গাড়িচালক আলমগীর হোসেন জানান, আজ শুক্রবার সকাল ১১টার দিকে বর্হিবিভাগ গেটের সামনে ২ জন যুবক পিছন দিক থেকে মাহফুজের ডান হাতে চাপাতি দিয়ে আঘাত করে তার পকেট থেকে মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল লতিফ (৫৫) নামে এক ভিক্ষুক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাবির মহসিন হলের প্রোক্টারিয়াল সদস্য ফারুক হোসেন জানান, আজ সকালে লোকটিকে রক্তাক্ত অবস্থায় মহসিন হলের পাশের রাস্তায় পড়ে থাকতে দেখে লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এখন সে চিকিৎসাধীন রয়েছে।ছিনতাইকারীদের সন্দেহ ছিল তার কাছে মোটা অংকের টাকা আছে। এ কারণে তার বুকে ও মাথার ডান পাশে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। কিন্তু তার কাছ থেকে তারা টাকাপয়সা নিতে পারেনি।

আরো এক ঘটনায়, গেন্ডারিয়ার মুরগিটোলা এলাকায় ছিনতাইকারীর ছুরিঘাতে মোহাম্মদ তারেক মিয়া (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব‍্যাক্তি পেশায় রং মিস্ত্রি।

বৃহস্পতিবার রাত এগারোটার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

আহত তারেকের ভাই ইমন মিয়া জানান, গতকাল রাতে তিনি কর্মস্থল থেকে অটো রিক্সাযোগে বাসায় ফেরার পথে রিক্সাটি গেন্ডারিয়া মুরগিটোলা আসামাত্র তিনজন ছিনতাইকারী রিক্সার গতিরোধ করে    এলোপাথারী ছুরিকাঘাত করে, এতে তার শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের সৃষ্টি হয়। তার সাথে থাকা লক্ষাধিক টাকা ও দুটি মুঠোফোন নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

অন্য এক ঘটনায় হাতিরঝিলের মিরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তুষার মিয়া (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, তুষার মিয়া ইন্টারনেটে লাইনের কাজ করে। বিকেলে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মিরবাগ এলাকায় ২-৩ জন যুবক তার পথরোধ করে শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। 

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিনতাইকারীদের হাতে আহত ৪ জন ঢাকা মেডিকেলে এসেছে।  শারীরিক অবস্থা গুরুত্বের বিবেচনায় একজনকে ভর্তি রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাকা/তারা/

সম্পর্কিত নিবন্ধ