বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখতে তেল উৎপাদন বাড়াবে ওপেক জোট
Published: 6th, July 2025 GMT
বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখতে তেল উৎপাদনকারীদের জোট ওপেক ও সহযোগী আটটি দেশ অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী আগস্ট মাস থেকে প্রতিদিন ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের তেল উৎপাদনকারীদের সবচেয়ে বড় এই জোট। এই জোটভুক্ত দেশগুলো স্বেচ্ছায় তাদের সরবরাহ কমানোর পরিকল্পনা থেকে ধীরে ধীরে সরে আসছে।
বিশ্বের সবচেয়ে বড় এই তেল উৎপাদনকারী জোটের মধ্যে আছে রাশিয়া ও সৌদি আরবের পাশাপাশি আলজেরিয়া, ইরাক, কাজাখস্তান, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গত শনিবার সকালে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকে তাদের এ সিদ্ধান্ত হয়েছে। যদিও বৈঠকের আগে ধারণা করা হয়েছিল, দেশগুলো দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন বাড়াবে।
ওপেক সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী আগস্ট মাসে দৈনিক ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল ও বর্তমান সুস্থ বাজারের মৌলিক অবস্থা ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিএনবিসির সংবাদে বলা হয়েছে, ওপেক জোট আনুষ্ঠানিক নীতির বাইর দুই ধরনের স্বেচ্ছামূলক উৎপাদন কমানোর নীতি প্রণয়ন করেছিল। এর মধ্যে প্রতিদিন ১ দশমিক ৬৬ মিলিয়ন বা ১৬ লাখ ৬০ হাজার ব্যারেল তেল উৎপাদন হ্রাসের কথা ছিল আগামী বছরের শেষ সময় পর্যন্ত। দ্বিতীয়ত, প্রথম ত্রৈমাসিকের শেষ পর্যন্ত অতিরিক্ত ২২ লাখ মিলিয়ন ব্যারেল দৈনিক উৎপাদন হ্রাস।
তারা ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে ১ লাখ ৩৭ হাজার ব্যারেল দৈনিক উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছিল। তবে শুধু এপ্রিলে দেশগুলো এই গতি বজায় রাখতে পেরেছিল। এরপর তারা মে, জুন ও জুলাই মাসে অপরিশোধিত তেল উৎপাদন তিন গুণ বাড়িয়ে প্রতিদিন ৪ লাখ ১১ হাজার ব্যারেল করেছিল। তবে আগামী আগস্ট মাসে উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত এসেছে এবারের বৈঠকে।
গত কয়েক সপ্তাহে গ্রীষ্মকালীন চাহিদা বৃদ্ধি এবং ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘর্ষে তেলের দাম সাময়িকভাবে বেড়েছিল। এ সংঘর্ষে তেহরান ও হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছিল।
গত শুক্রবারে পর্যন্ত সেপ্টেম্বরে মাসের জন্য ব্রেন্ট ক্রুড তেলের দাম নির্ধারিত হয়েছে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৩০ ডলার। আগস্টে মেয়াদ শেষ হতে যাওয়া নিউইয়র্ক মেক্সিকোর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি নির্ধারিত হয়েছে ৬৬ দশমিক ৫০ ডলার।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আগস ট
এছাড়াও পড়ুন:
বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বন্দরের ৯টি ওয়ার্ডে পানি সংকট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়া পাম্প বর্তমান জায়গায় পুণঃস্থাপন ও পানি সরবরাহের দায়িত্ব পুনরায় ওয়াসার কাছে ন্যাস্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বন্দরের চৌরাপাড়া পাম্প হাউসের সামনে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা, বন্দর নাগরিক কমিটি(বনাক) ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, শ্রমিক নেতা দাউদ আলী. ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ উজ্জল, মোহাম্মদীয়া জামে মসজিদ কমিটির সহসভাপতি আলী আহমেদ, ক্বারী মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদ হোসেন, আলহাজ্ব হাফেজ গাজী, মোঃ রিপন, শওকত হোসেন, আলী বাহার প্রমুখ। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর , বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ ৯টি ওয়ার্ডেই তীব্র পানি সংকট বিরাজ করছে। সরবরাহকৃত পানিও ময়লাযুক্ত এবং দুর্গন্ধময় হওয়ায় তা পান করা যায় না। এ ছাড়া চৌরাপাড়া পাম্প হাউসের পাম্পটি সাড়ে ৪ বছর ধরে বিকল হয়ে আছে। অজ্ঞাত কারণে পাম্পটি মেরামত কিংবা নতুন পাম্প স্থাপন করা হচ্ছেনা।
এ কারণে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। অবিলম্বে পানি সংকট নিরসনে উদ্যোগ না নিলে মানববন্ধন থেকে নগরভবন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।