বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। আজ মঙ্গলবার বেলা একটার দিকে কুষ্টিয়ার কুমারখালী রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে তাঁদের কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাতে পাবনা থেকে দলটি কুষ্টিয়ায় আসে। আজ দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা রায়ডাঙ্গায় আসেন। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। পরে তাঁরা আবরার ফাহাদের বাবা–মায়ের সঙ্গে কথা বলেন।

কবর জিয়ারতের পর নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে তাঁর হলে সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করেছিল সন্ত্রাসী ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ। তাঁর অপরাধ ছিল, তিনি দেশের পক্ষে কথা বলেছিলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে নিয়ে ফেসবুকে লিখেছিলেন। ভারত বাংলাদেশের সঙ্গে ফেনীর নদীর পানি নিয়ে চুক্তি করেছিল, সেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছিল। সে সময় আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম।’

আবরার ফাহাদের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবর র ফ হ দ র এনস প

এছাড়াও পড়ুন:

ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও সচিবকে না পেয়ে কক্ষে তালা দিলেন সেবাপ্রার্থীরা

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ