ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের অবস্থান
Published: 26th, November 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি হয়। ওই ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই সহ–উপাচার্য, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় রয়েছে।
কর্মসূচিতে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ভর্তি ফি কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বেলা সাড়ে তিনটার দিকে এ কর্মসূচি শেষ হয়। শিক্ষার্থীরা দাবি করেন, গত বছর ভর্তি ফি কমানোর অঙ্গীকার করেছিল কর্তৃপক্ষ। তবে তা বাস্তবায়ন করেনি। এ বছর পরীক্ষা ফি না কমালে কঠোর আন্দোলন হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ বছর চারটি ইউনিট ও তিনটি উপইউনিটে ভর্তি পরীক্ষা হচ্ছে। প্রতি ইউনিটে আবেদন করতে শিক্ষার্থীদের গুনতে হবে এক হাজার টাকা। গত বছরও একই ফি ছিল। এ কারণে ওই বছরই শিক্ষার্থীরা এই ফি পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন।
শিক্ষার্থীদের অভিযোগ, এই ভর্তি ফি অনেক পরিবারের জন্য উচ্চশিক্ষায় প্রবেশকে কঠিন করে তুলছে। রোববারের মধ্যেই ফি কমানোর বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত না এলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ারও হুঁশিয়ারিও দেন তাঁরা।
কর্মসূচিতে শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবদুর রহমান বলেন, ‘গত বছর ফি কমানোর আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। বিশ্ববিদ্যালয়েও কৃষকের ছেলেও পড়তে চান। কিন্তু ইউনিটে আবেদন ফি আর যাতায়াতের খরচই তাঁদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য বড় বাধা। তাই ভর্তি ফি কমানো এখন সময়ের যৌক্তিক দাবি।’
ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ‘বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে সবার নাগালে শিক্ষা আনতেই হবে। একজন রিকশাচালকের দৈনিক আয় যেখানে ৫০০ টাকার মতো। তাঁর সন্তানের একাধিক ইউনিটে আবেদন করা অসম্ভব। রোববারের মধ্যে ফি কমানোর সিদ্ধান্ত না এলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ কম ন র ইউন ট
এছাড়াও পড়ুন:
হারুন ও বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ
সাবেক ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং পুলিশের সাবেক আইজি বেনজীরের স্ত্রী জীশান মির্জা এবং কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন:
ময়মনসিংহে ক্লিনিকে অভিযানে কারাদণ্ড-জরিমানা
রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ তরুণ গ্রেপ্তার
রিয়াজ হোসেন বলেন, “আজ দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন ৩ জনের আয়কর নথি সরবরাহ চেয়ে আবেদন করেন। হারুনের আবেদনে বলা হয়, হারুন অর রশীদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ হাজার ১৭ হাজার ৮০৬ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুদক আইনে অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।”
বেনজীরের স্ত্রী জীশানের আবেদনে বলা হয়, জীশান কর্তৃক মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে ১৬ কোটি এক লাখ ৭১ হাজার ৩৩৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে এবং ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারার এবং তার স্বামী বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাকে (জীশান) এ অপরাধে প্রত্যক্ষভাবে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হওয়ায় মামলা করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সব আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
তাহসীন রাইসার আবেদনে বলা হয়, তাহসীন রাইসা বিনতে বেনজীরের ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারার এবং বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশ ও র্যাবের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাহসীন রাইসাকে এ অপরাধে প্রত্যক্ষ সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হওয়ায় মামলা করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন। খবর বাসসের।
ঢাকা/এসবি