Samakal:
2025-12-08@22:23:40 GMT

বিকিকিনি উৎসব

Published: 13th, July 2025 GMT

বিকিকিনি উৎসব

ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লাকি ৭.৭ প্রচারণা ঘোষণা করেছে। চলতি উৎসবে ‘লাক ফেভারস দ্য ফাস্ট’ থিমে ১৫ জুলাই প্রচারণা শেষ হবে। ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়; ভাউচার, ফ্রি ডেলিভারি ও পুরস্কার জেতার সুযোগ পাবেন আগ্রহীরা। এতে গ্রাহক বিশেষ মূল্যে পণ্য কেনার সুযোগ পাবেন। অফারে ৭ টাকায় ওভেন, ৭৭ টাকায় এয়ার ফ্রায়ার আর ৭৭৭ টাকায় গুগল টিভি জেতার সুযোগ থাকবে, যা  স্টক থাকা সাপেক্ষে প্রযোজ্য হবে। গ্রাহক ৩৯৯ টাকার বেশি অর্ডারে পাবেন ফ্রি ডেলিভারি।

ইলেকট্রনিকস, ফ্যাশন, বিউটি ও পার্সোনাল কেয়ার, গ্রোসারি, মাদার অ্যান্ড বেবি, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল অ্যাকসেসরিজ, হোম ডেকর ও দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনীয় হাজারো পণ্যে সেরা ডিল পাবেন গ্রাহক। দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) প্রচারণা প্রসঙ্গে জানালেন, লাকি ৭.

৭ প্রচারণাটি শুধু ছাড়ের উৎসব নয়; বরং গ্রাহক ও বিক্রেতার সমন্বিত ক্ষমতায়নের উদ্যোগ। একদিকে সেরা সব ডিল দিয়ে গ্রাহকের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছি, অন্যদিকে হাজারো বিক্রেতা সহযোগীর ব্যবসাকে শক্তিশালী করতে ও তাদের বিকিকিনিতে সহায়তা করছি। উদ্যোগটি সারাদেশে ডিজিটাল অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। 

ক্যাম্পেইনের সার্বক্ষণিক আপডেট, ফ্ল্যাশ ড্রপ, প্রতিযোগিতার ফল জানতে আগ্রহীরা অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার সব চ্যানেল ফলো করতে 
পারেন বলে উদ্যোক্তারা জানায়।

উৎস: Samakal

কীওয়ার্ড: ই কম র স গ র হক

এছাড়াও পড়ুন:

আড্ডা আর গানে চুয়েটে ‘জয়ধ্বনির’ উৎসবমুখর আয়োজন

মঞ্চে দাঁড়িয়ে কেউ গাইছেন গান, কেউ গিটারের তারে তুলছেন সুর। দর্শকেরাও সেই সুর মোহিত হয়ে উপভোগ করছেন। কেউ দিচ্ছেন করতালি, কেউবা মুঠোফোনের ফ্ল্যাশ জ্বেলে শিল্পীদের উৎসাহ দিচ্ছেন। সেই সঙ্গে মঞ্চের আলোকসজ্জা তো আছেই।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বাস্কেটবল মাঠে গিয়ে দেখা যায় এ দৃশ্য। উৎসবমুখর এ পরিবেশের আয়োজন করেছিল চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি। সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।

সংগঠনটির দুই দিনব্যাপী এ উৎসবে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এ ছাড়া সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরাও রয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ উৎসব শেষ হয়েছে। এ উৎসব ঘিরে মাঠের চারপাশে বসে বিভিন্ন ধরনের স্টল। এতে ছিল নানা পণ্য, খাবার ও শীতের পিঠা।

উৎসবের সহযোগিতায় রয়েছে প্রথম আলো, পৃষ্ঠপোষকতায় ইলেকট্রনিক কোম্পানি ‘হ্যাভিট’, খাদ্যসহায়তায় ‘পাহাড়িকা কিচেন’ আর বেভারেজ সহায়তায় মোজো।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। এরপর পর্যায়ক্রমে মঞ্চে গান পরিবেশন করেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিল্পীরা। বিরতির পর রাত নয়টায় আবার শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। একে একে মঞ্চে গান পরিবেশন করেন আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পরিবেশকদের সম্মাননা দিয়ে প্রথম দিনের উৎসব শেষ হয়।

দুই দিনব্যাপী উৎসবের এ আয়োজন দেখতে ভিড় করেন হাজারো শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাতে চুয়েটের বাস্কেটবল মাঠে

সম্পর্কিত নিবন্ধ

  • আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যালে নানা আয়োজন
  • শাকিব, নিশো, সিয়াম, রাজ, শুভ—আইএমডিবিতে এগিয়ে কার সিনেমা
  • শস্য–সংস্কৃতি–সমৃদ্ধির শিল্পোৎসব
  • গারোদের ওয়ানগালা উৎসব
  • তোরেসের প্রথম হ্যাটট্রিকে বার্সার গোল উৎসব
  • সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয়, অপছন্দের সেই দৃশ্য নিয়ে কথা বললেন জেসিকা
  • ডিসেম্বরজুড়ে আড়ংয়ে চলবে কারুশিল্পের উৎসব
  • আড্ডা আর গানে চুয়েটে ‘জয়ধ্বনির’ উৎসবমুখর আয়োজন
  • গোপনেই শেষ হলো বাঁধন, সুনেরাহ ও শিমুদের শুটিং
  • সাংহাই থিয়েটার উৎসবে মূল বক্তা ইসরাফিল শাহীন