অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৫
Published: 12th, July 2025 GMT
রাজধানী ঢাকায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল প্রতীক্ষিত ক্রীড়া আয়োজন—আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৫। ভোর থেকে নগরবাসী বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণ করেন এক প্রাণবন্ত রান উৎসবে, যেখানে দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আসা দৌড়বিদেরা অংশ নেন। হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে এ ম্যারাথন ছড়িয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্রে।
ইভেন্টে ছিল ৪টি ক্যাটাগরি। ২১.
ভোর ৪টা ৫৪ মিনিটে হাফ ম্যারাথন এবং ৫টায় ৭.৫ ও ১৫ কিলোমিটার দৌড় শুরু হয়। প্রতিযোগীদের জন্য ছিল বিশ্বমানের মেডিকেল সহায়তা, হাইড্রেশন পয়েন্ট, কুলিং জোন ও লাইভ টাইমিং–সুবিধা। ইভেন্ট ব্যবস্থাপনায় ছিলেন শতাধিক স্বেচ্ছাসেবক। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা করেছে।
আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথনের রেস কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আজকের আয়োজন কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং একটি স্বাস্থ্যবান, সচেতন ও সক্রিয় নগরজীবনের বার্তাবাহক। আমরা চেয়েছি, নগরবাসীকে সম্পৃক্ত করে শহরকে উৎসবে পরিণত করতে।’
আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৫–এ ইভেন্টে ছিল ৪টি ক্যাটাগরিরউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘উৎসব’–এর টিকিট নেই...
ঈদুল আজহার ৩৫তম দিন আজ। এরপরও মিলছে না তানিম নূরের ‘উৎসব’ সিনেমার টিকিট। স্টার সিনেপ্লেক্সের প্রতিটি শাখায় সিনেমাটি আজ হাউসফুল। টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই, অনেককেই আবার দেখতে হচ্ছে অন্য সিনেমা।
আজ শুক্রবার স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে ‘উৎসব’–এর শো চলছে ১৩টি। গতকাল রাতের মধ্যেই ৯৬ শতাংশ অগ্রিম টিকিট বুক করেন দর্শক। তাই আজ ‘উৎসব’ দেখতে গিয়ে টিকিট পাচ্ছেন না কেউ। এমনকি আগামীকালের ১৫টি শোর সিংহভাগ টিকিটও হয়ে গেছে অগ্রিম বুকিং।