অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৫
Published: 12th, July 2025 GMT
রাজধানী ঢাকায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল প্রতীক্ষিত ক্রীড়া আয়োজন—আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৫। ভোর থেকে নগরবাসী বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণ করেন এক প্রাণবন্ত রান উৎসবে, যেখানে দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আসা দৌড়বিদেরা অংশ নেন। হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে এ ম্যারাথন ছড়িয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্রে।
ইভেন্টে ছিল ৪টি ক্যাটাগরি। ২১.
ভোর ৪টা ৫৪ মিনিটে হাফ ম্যারাথন এবং ৫টায় ৭.৫ ও ১৫ কিলোমিটার দৌড় শুরু হয়। প্রতিযোগীদের জন্য ছিল বিশ্বমানের মেডিকেল সহায়তা, হাইড্রেশন পয়েন্ট, কুলিং জোন ও লাইভ টাইমিং–সুবিধা। ইভেন্ট ব্যবস্থাপনায় ছিলেন শতাধিক স্বেচ্ছাসেবক। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা করেছে।
আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথনের রেস কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আজকের আয়োজন কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং একটি স্বাস্থ্যবান, সচেতন ও সক্রিয় নগরজীবনের বার্তাবাহক। আমরা চেয়েছি, নগরবাসীকে সম্পৃক্ত করে শহরকে উৎসবে পরিণত করতে।’
আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৫–এ ইভেন্টে ছিল ৪টি ক্যাটাগরিরউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ইস্টার্ন হাউজিং
পুঁজিবাজারের সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। সে হিসাবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২.৫০ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা