বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এক ঐতিহাসিক সাফল্য এনে দিল মাহদে হাসানের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘স্যান্ড সিটি’। বিশ্বখ্যাত কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৯তম আসরে ছবিটি জিতে নিয়েছে সিনেমাটি প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার পেয়েছে। শনিবার রাতে উৎসবের শেষ দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। ‎সিনেমার ইংরেজি টাইটেল ‘স্যান্ড সিটি’।

উৎসবে নির্মাতা মেহেদী হাসান ও সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সিনেমাটির প্রযোজক রুবাইয়াত হাসান। তিনি নিজেও একজন পরিচালক। ‘বালুর নগরীতে’ পুরস্কার জেতায় অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, সৈয়দ আহমেদ শাওকীসহ অনেকে।

‎পরিচালক জানিয়েছেন, সিনেমাটির মূল গল্প নগরের বালুকে ঘিরে। পাশাপাশি দুই গল্পের একটিতে দেখা যাবে এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা, যে বিড়ালের ক্যাট লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে করে বালু সংগ্রহ করে।‎

‎বালু সংগ্রহ করতে গিয়ে এমা একদিন বিচ্ছিন্ন আঙুল খুঁজে পায়। এই রহস্য নাটকীয়ভাবে গল্পে পরিবর্তন নিয়ে আসে। সিনেমায় আরেকটি চরিত্র সামনে আসে, তার নাম হাসান। এই চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। ‎এই হাসান বালুর প্ল্যান্টে কাজ করে। সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে বাড়িতেই কাচ তৈরির চেষ্টা করতে থাকে হাসান। তার স্বপ্ন, একদিন সে কাচের ফ্যাক্টরির মালিক হবে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংসাত্মক, উদ্ভট পরিকল্পনার দিকে নিয়ে যায়।

চেক প্রজাতন্ত্রের এই উৎসব ৪ জুলাই থেকে শুরু হয়ে শেষ হয় ১২ জুলাই। উৎসবের প্রধান অফিশিয়াল বিভাগ ক্রিস্টাল গ্লোব। এই শাখায় পুরস্কার পেয়েছে চেক প্রজাতন্ত্রের সিনেমা ‘বেটার গো ম্যাড ইন দ্য ওয়াইল্ড’, পরিচালক মিরো রেমো। এটিকেই ধরা হয় উৎসবের সেরা সিনেমা হিসেবে। উৎসবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিভাগ প্রক্সিমা কম্পিটিশন।

‎এদিকে সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্যাংককভিত্তিক চলচ্চিত্র পরিবেশনা সংস্থা ডাইভারশন। এ প্রতিষ্ঠানই এখন আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি বিক্রি করবে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ক র উৎসব র

এছাড়াও পড়ুন:

সোনারগাঁও জি.আর ব্যাচ-২০০৫ এর শিক্ষার্থীদের ২০ বছর পূর্তি উদযাপন

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌর এলাকায় অবস্থিত সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ।

শিক্ষা প্রতিষ্ঠানটির ২০০৫ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সোনারগাঁও জি.আর ব্যাচ-২০০৫ এর প্রাক্তন শিক্ষার্থীরা ২০ বছর পূর্তি উদযাপন করেছেন বর্ণাঢ্য আয়োজনে।

“এসো সবে প্রাণের টানে, এসো সবাই প্রতিভার প্রাঙ্গণে”- এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের এস.এস.সি ২০০৫ ব্যাচের ২০ বছর পূর্তি উৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সারাদিনব্যাপী এই উৎসব বসন্ত বিলাস রিসোর্টে আয়োজন করে জি.আর. ইনস্টিটিউশন ব্যাচ ২০০৫।

দিনব্যাপী এ আয়োজনে সকাল ৮টায় যাত্রা শুরু হয় সোনারগাঁও জি.আর. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ গেইট থেকে। গাড়িতে অংশগ্রহণকারীদের মাঝে টি-শার্ট বিতরণ ও কুপন বিক্রয় করা হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।

সকাল সাড়ে ৯টায় তারাবো পৌরসভার যাত্রামুড়া বসন্ত বিলাস রিসোর্টে পৌছান শিক্ষার্থীরা। সেখানে তারা সকালের নাস্তা সেরে নেমে পড়েন ফুটবলা খেলায়। ক্ষনিকের জন্য প্রাক্তন শিক্ষার্থীরা যেনো ফিরে যান শৈশবে।

মধ্যবয়সেও যেনো কিশোর বয়সের ন্যায় ফুটবল খেলার মাঠে ঝাঁপিয়ে পড়েছেন তারা। খেলার মাঠে বেশকজন আহত হয়ে নিজেরা বুঝেছেন কিশোর যুবক বয়স পাড় করে মধ্যবয়সে ফিরেছেন তারা। এরপর ছুটে যান সুইমিং পুলে। সেখানেও থেমে থাকেনি।

বাধভাঙ্গা উল্লাসে ঝাঁপিয়ে পড়েছেন সুইমিং পুলে। এবারো যেনো প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে গেলেন শিশুকালে। পরবর্তীতে প্রাক্তন শিক্ষার্থীদের সন্তানদের নিয়ে অনুষ্ঠিত হয় বল নিক্ষেপ খেলা।

দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ছিল জুমাআ নামাজের জন্য বিরতি। দুপুর ২টা থেকে ৩টি পর্যন্ত মধ্যাহ্নভোজ। মধ্যাহ্নভোজ শেষে বাধভাঙ্গা উল্লাস থেকে যেনো সবাই মিউয়ে পড়েন ক্লান্তিতে। এরি মাঝে শুরু হয় মেয়েদের বালিশ কার হাতে খেলা।

বাদ আসর শেষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বেশকটি ইভেন্ট সম্পন্ন করা হয় উৎসবমুখর পরিবেশে। সঙ্গে ছিল বসন্ত বিলাস রিসোর্টের বিভিন্ন রাইড ও বিনোদনমূলক আয়োজন সবার মাঝে যেনো আনন্দের জোয়ার বয়ে আনে।

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, “এই বন্ধুত্ব আর মিলনমেলা আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের একসূত্রে বেঁধে রাখে। ভবিষ্যতেও এ ঐক্য ধরে রাখতে চাই। শিক্ষাজীবনের স্মৃতি আমাদের জীবনের অমূল্য সম্পদ।

এই আয়োজন সেই স্মৃতিগুলোকে আরও জীবন্ত করে তুলেছে। আমরা শুধু প্রাক্তন শিক্ষার্থী নই, সমাজ উন্নয়নে দায়িত্বশীল নাগরিকও। সেই লক্ষ্যেই আমাদের সংগঠন কাজ করছে।

প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন- আল মাহামুদ সানি, আমিরুল ইসলাম সজীব, সিফাতুল ইসলাম সিফাত, কাউসার আল মামুন রাজু, নূর মোহাম্মদ রুবেল, সাদেকুর রহমান সাদেক, হাসান মেহেদী, শাহিন কবির, মাহাবুবুর রহমান তমাল, আজহারুল ইসলাম রনি, খোরশেদ আলী, তানিয়া মৌসুমী শোভা, ফারজানা রিনা, নজরুল ইসলাম, ফয়সাল আহমেদ, আরিফুজ্জামান আরিফ, শাহআলী, রিপন আহমেদ আশিক, সাইদুর রহমান, শরীফ হোসেন, মোহাম্মদ রাসেল, মাজহারুল ইসলাম রোকন সহ অন্যান্যরা। এ ছাড়াও প্রবাসে থাকা প্রাক্তন শিক্ষার্থীরাও ভার্চুয়ালী অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, “২০০৫ ব্যাচ” নামে একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠনটি সোনারগাঁ অঞ্চলে নানামুখী সমাজকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা বর্তমানে প্রশংসনীয় ভূমিকা রাখছে সোনারগাঁও জুড়ে।

সম্পর্কিত নিবন্ধ

  • সুন্দরবনে রাসপূজায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, হবে না মেলা
  • গোবিপ্রবির সায়েন্স ফেস্টে নোবিপ্রবি শিক্ষার্থীদের সাফল্য
  • সোনারগাঁও জি.আর ব্যাচ-২০০৫ এর শিক্ষার্থীদের ২০ বছর পূর্তি উদযাপন
  • সিলেটে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব
  • ‘বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে’ বিজ্ঞান উৎসবের সিলেট আঞ্চলিক পর্ব শুরু
  • সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে: মির্জা ফখরুল
  • বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান উৎসব শুরু