রোগটা সম্পর্কে জানতে

ডা. মো. বায়েজীদ বোস্তামীর কাছে জানতে চেয়েছিলাম এই রোগের আদ্যোপান্ত। এফআইপি হলো ফেলাইন ইনফেকশাস পেরিটোনাইটিস। এটি ফেলাইন করোনা ভাইরাসের সংক্রমণজনিত জটিলতা। ভাইরাসটি বিড়াল থেকে বিড়ালে ছড়াতে পারে, ছড়ায় খাবার আর পানির মাধ্যমেও। তবে মানুষের ক্ষতি হয় না।

কেওকারাডংকে দেওয়া ইনজেকশনের ভায়াল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১৭ বছর বয়সেই অধিনায়ক হয়ে ‘জ্যাক ভুকুসিচের’ ইতিহাস

ক্রিকেট ইতিহাসে এক অনন্য মুহূর্তের জন্ম দিল ক্রোয়েশিয়ার তরুণ তারকা জ্যাক ভুকুসিচ। বৃহস্পতিবার (০৭ আগস্ট) সাইপ্রাসের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার নেতৃত্ব দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখলেন তিনি। মাত্র ১৭ বছর ৩১১ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার কীর্তি গড়লেন এই তরুণ।

এর আগে এই রেকর্ড ছিল ফ্রান্সের নোমান আমজাদের দখলে, যিনি ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১৮ বছর ২৪ দিন বয়সে অধিনায়কত্ব করেছিলেন।

১৭ বছর বয়সী এই তরুণ ইতোমধ্যেই ক্রোয়েশিয়ার হয়ে সাতটি ম্যাচ খেলেছেন এবং ২০৫ রান করেছেন। এর মধ্যে সর্বোচ্চ স্কোর ৫৩ রান। তিনি ২০২৪ সালের জুলাইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক করেন।

আরো পড়ুন:

ভারত-ইংল্যান্ড সিরিজে সেঞ্চুরির বৃষ্টিতে ভাঙল ৭০ বছরের রেকর্ড

টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন রুট, ছুঁলেন অনন্য মাইলফলক

তবে সাইপ্রাসের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে সফল হতে পারেননি। ১৯ বলে ১৪ রান করেছেন, যার মধ্যে ছিল মাত্র একটি চার।

সাইপ্রাসের বিপক্ষে চলমান সিরিজে ভুকুসিচ তিন ইনিংসে করেছেন ৭৫ রান, গড় ২৫। তবে অধিনায়কত্বের অভিষেকটা তেমন সুখকর হয়নি তার জন্য। প্রথম তিন ম্যাচেই হেরেছে ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে সাইপ্রাস জয় পায় ৫৮ রানে, এরপর পরের দুটি ম্যাচে তারা জেতে যথাক্রমে ৭ উইকেটে এবং ৩ উইকেটে।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়কের তালিকা:
১. জ্যাক ভুকুসিচ (ক্রোয়েশিয়া) – ১৭ বছর ৩১১ দিন – আগস্ট ২০২৫,
২. নোমান আমজাদ (ফ্রান্স) – ১৮ বছর ২৪ দিন – জুলাই ২০২২,
৩. কার্ল হার্টম্যান (আইল অব ম্যান) – ১৮ বছর ২৭৬ দিন – ফেব্রুয়ারি ২০২৩,
৪. লুউসানজুন্দুই এরডেনেবুলগান (মঙ্গোলিয়া) – ১৮ বছর ৩২৪ দিন – সেপ্টেম্বর ২০২৩,
৫. রশিদ খান (আফগানিস্তান) – ১৯ বছর ১৬৫ দিন – মার্চ ২০১৮।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ