কফিনে মোড়া একটি মরদেহ ‘কবর’–এ শোয়ানো, আশপাশে কিলবিল করছে কয়েকটি সাপ—ভিকি জাহেদের নতুন নাটক ‘খোয়াবনামা’র পোস্টার মুক্তির পর থেকেই শোরগোল পড়ে যায়। অনেকে ভেবেছিলেন এআই প্রযুক্তি ব্যবহার করে হয়তো এটি তৈরি করা হয়েছে। তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাটকের অভিনেতা তৌসিফ মাহবুব ও পরিচালক ভিকি জানিয়েছেন, সত্যি সত্যি সাপ নিয়ে শুটিং করেছেন তাঁরা।
পোস্টারে দেখা গেছে, কবরের মতো বানানো গর্তে শুয়ে আছেন তৌসিফ মাহবুব। তাঁর শরীরের ওপর ছড়িয়ে আছে সাপ। পোস্টারটি শেয়ার করে ভিকি লিখেছেন, প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনামাফিক হয় না। তৌসিফ জানালেন, এই নাটকের জন্য তাঁর শরীরের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল জ্যান্ত সাপ।

জ্যান্ত সাপের কথা জানানোর পর অনেকেই তৌসিফের কথা বিশ্বাস করতে পারছিলেন না। পরে শুটিংয়ের ভিডিও আপলোড করেছেন অভিনেতা। যেখানে দেখা যায়, কবরে শুয়ে থাকা তৌসিফের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে সাপ।

‘খোয়াবনামা’র পোস্টার। নির্মাতার ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিশ্বজুড়ে ‘ওয়েপনস’-ঝড়, কী আছে এই সিনেমায়

বিশ্বজুড়ে হরর সিনেমার উত্থানের মধ্যেই চমকে দিল আরও একটি অল্প বাজেটের হরর সিনেমা, ‘ওয়েপনস’। গত ৮ আগস্ট মুক্তির পর এক সপ্তাহও হয়েছে, এর মধ্যেই জ্যাক ক্রেগারের সাইকোলজিক্যাল হরর ও ডার্ক কমেডি ছবিটি ছুঁয়েছে নতুন মাইলফলক। চলচ্চিত্রবিষয়ক অনলাইন গণমাধ্যম স্ক্রিন র‍্যান্ট জানিয়েছে, মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০ কোটি ডলার, যা আর-রেটেড হরর ছবির জন্য বড় সাফল্য। ছবিটির বাজেট ৩ কোটি ৮০ লাখ ডলার।

জুলিয়া গার্নার, জশ ব্রোলিন, অস্টিন আব্রামস অভিনীত ছবিটির গল্প শুরু হয় নিখোঁজ-রহস্য দিয়ে। এক রাতে একই প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন শিশু রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ধীরে ধীরে সামনে আসতে থাকে অনেক ঘটনা। ছবিতে স্কুলশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী জুলিয়া গার্নার।

‘ওয়েপনস’ সিনেমার দৃশ্য। ছবি: আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ