বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতির অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৩০ আগস্ট) সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে মোল্লাহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক দুজন হলেন- ডাকাত দলের প্রধান নরসিংদীর মাধবদি উপজেলার তারা মিয়ার ছেলে মো.

রিয়াজ (৩০) এবং গাজীপুর সদর উপজেলার সাইদুল হোসেনের ছেলে আল আমিন (৪০)।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে পুলিশের পোশাক পরে একটি সংঘবদ্ধ দল ডাকাতি চালায়। এসময় তারা নগদ পাঁচ লাখ টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কলের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ।

তিনি বলেন, “প্রযুক্তির সহায়তায় শুক্রবার ডাকাত দলের প্রধান রিয়াজ ও তার সহযোগী আল আমিনকে আটক করা হয়েছে। এসময় আরও ৫-৬ জন সহযোগী পালিয়ে যায়। তাদের আটকেও অভিযান চলছে।”

ওসি আতিকুর রহমান আরো জানান, আটক দুইজনের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোবাইল জ্যামার, দুইটি ককটেল, চার সেট পুলিশের পোশাক, লুট হওয়া পাঁচ লাখ ১৬ হাজার টাকা, গ্রিল ও গ্যাস কাটার এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

শনিবার আটকদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঢাকা/শহিদুল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ