বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে
Published: 3rd, September 2025 GMT
বাংলাদেশ তাজীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাস স্ট্যান্ড এলাকা থেকে র্যালীটি শুরু হয়ে শিমরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহন করেন। পরে সংক্ষিপ্ত পথসভা শেষে কর্মসূচি শেষ করা হয়।
এসময় নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকাসহ ব্যানার-ফেস্টুন শোভা পায় বাদ্য যন্ত্রের তালে তালে নেতাকর্মীদের বিভিন্ন শ্লোগানে শ্লোগানে রাজপত মুখরিতে হয়ে উঠে।
জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জিএম সুমন মুন্সির সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উক্ত র্যালিতে প্রধান অতিথি ছিলেন, জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন এস রুবেল।
বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহমেদ মুন্না ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার হোসেন, ফরিদপুরে জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক রফিক হামিদ সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মনিরসহ ননারায়ণগঞ্জ জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স ন ক দল
এছাড়াও পড়ুন:
নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে “নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা মহিলাদলের সভাপতি সালমা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।
বক্তব্যে মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন,“দেশে আজ নারী নিরাপত্তা ও মর্যাদা চরমভাবে হুমকির মুখে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা হবে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় নারীর ক্ষমতায়ন একটি অগ্রাধিকারভিত্তিক প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
সভাপতির বক্তব্যে সালমা আক্তার বলেন, “নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে থাকবে—এটাই বিএনপির অঙ্গীকার। নারী সমাজকে সংগঠিত ও সচেতন করে তুলতে মহিলাদল মাঠে কাজ করে যাচ্ছে।”
এসময় সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের নেত্রীবৃন্দসহ স্থানীয় নারী কর্মীরা উপস্থিত ছিলেন।