বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাবির ৮ শিক্ষক-শিক্ষার্থী
Published: 22nd, September 2025 GMT
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ার প্রকাশিত পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জায়গা পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষক ও গবেষক।
এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আরো পড়ুন:
বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাকৃবির ১২ শিক্ষক-শিক্ষার্থী
রাবিতে শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করা নিন্দনীয় অপরাধ: ঢাবি সাদা
সম্প্রতি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিশ্বের সেরা গবেষকদের এই র্যাঙ্কিং প্রকাশ করে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা স্থান করে নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের জন্য এটাকে গৌরবজনক অর্জন বলে উল্লেখ করেছেন উপাচার্য।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, “পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য এক বড় সম্মান। শিক্ষা ও গবেষণায় এই ধারাবাহিক অর্জন বিশ্ববিদ্যালয়ের সুনামকে আরো সমুন্নত করেছে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেশ-বিদেশে আরো বড় সম্মান অর্জন করবেন। একইসঙ্গে তিনি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।”
তালিকায় স্থান পাওয়া জাবি শিক্ষকরা হলেন- পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.
তালিকায় স্থান পাওয়া একমাত্র শিক্ষার্থী হলেন, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের মোহাম্মদ এ. মামুন।
ঢাকা/আহসান/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেডিএস এক্সেসরিজের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। এ কোম্পানিকে রেটিং দিয়েছে ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
রবিবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী, কেডিএস এক্সেসরিজ দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কেডিএস এক্সেসরিজের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করছে ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
ঢাকা/এনটি/রফিক