সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ায় শহীদ নাজমুল সরণির পিপি চন্দ্র জুয়েলার্সের স্বত্বাধিকারী গৌতম চন্দ্রের বাড়ির গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে ৬৫ ভরি স্বর্ণের গহনা ও দেড় লাখ টাকা চুরি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুরি সংঘটিত হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন:

ইলিশ চুরির অভিযোগে ২ শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন

কুষ্টিয়ায় শিশুকে অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীনুল হক জানান, গৃহকর্তা গৌতম চন্দ্রের স্ত্রী কৃষ্ণা চন্দ্র বাদী হয়ে কারো নাম উল্লেখ না করে চুরির মামলা করেছেন। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

গৌতম চন্দ্রের ছেলে প্রিতম চন্দ্র জানান, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল তাদের বাসায় কেউ ছিলেন না। পরিবারের সদস্যরা সন্ধ্যা ৭টার পর ফিরে এসে বাড়ির মূল ফটকের তালা, বাড়ির গ্রিলের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর ঘরের ভিতরে চারটি রুমের মধ্যে আলমারি, লোহার সিন্দুকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। সিন্দুকে রাখা ৬৫ ভরি স্বর্ণের গহনা চোরে নিয়ে যায়। যার বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা। আলমারি ভেঙে নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে। 

ঢাকা/শাহীন/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ