ঠিকাদারের সঙ্গে বিতণ্ডার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার বরখাস্তের এ আদেশ দেওয়া হয়। পরে আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

বরখাস্ত হওয়া ওই প্রকৌশলীর নাম মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজের তত্ত্বাবধান করতেন। এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটিও করেছে কর্তৃপক্ষ। এতে বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আকতার হোসেনকে আহ্বায়ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত মাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক শহীদ ফরহাদ হোসেন হলে গভীর নলকূপ স্থাপন নিয়ে ঠিকাদার নূরুল কবির তালুকদারের সঙ্গে মাহফুজুর রহমানের বিতণ্ডা হয়। নূরুল কবির স্থানীয় হাটহাজারী উপজেলা যুবদলের সদস্যসচিব। এ ঘটনায় নূরুল কবির চলতি মাসের ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে লিখিত অভিযোগ দেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

প্রকৌশলী মাহফুজুর রহমানের অভিযোগ, তিনি ঠিকাদারকে শহীদ ফরহাদ হোসেন হলের গভীর নলকূপের পানির নমুনা পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছিলেন। কারণ, এ নলকূপের পানি ব্যবহারের কারণে অনেকের শরীরে চর্মরোগ দেখা দিয়েছিল। এসব নিয়ে ওই ঠিকাদারের সঙ্গে তাঁর বিতণ্ডা হয়। পরে ওই ঠিকাদার নিজেকে স্থানীয় এক বিএনপি নেতার অনুসারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন হুমকি দেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধান হয়। এরপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কার করেছে।

জানতে চাইলে মাহফুজুর রহমান বলেন, ‘ঠিকাদার নূরুল কবির আমাকে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমি কোনো ভুল করিনি। আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেন ঠিকাদার নূরুল কবির। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রকৌশলী মাহফুজুর রহমান অকথ্য ভাষায় আমাকে গালাগাল করেছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি কোনো ধরনের হুমকি দেননি। রাজনৈতিক পরিচয়ের কোনো ক্ষমতাও দেখাননি।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মাহফুজুর রহমানের বিরুদ্ধে গুরুতর লিখিত অভিযোগ এসেছে। এ কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোনো রাজনৈতিক প্রভাব এতে ছিল না। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বরখ স ত

এছাড়াও পড়ুন:

দলগত ব্যাটিংয়ে লিড নিল অস্ট্রেলিয়া

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৪৪ রানে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৩৪ রানের জবাবে আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) ৭৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। আলেক্স ক্যারি ৪৬ ও মাইকেল নেছার ১৫ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার সকালে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

তার আগে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে প্রথম দিন শেষ করা ইংল্যান্ড আজ দলীয় সংগ্রহে আর ৯ রান যোগ করতে পারে। দলীয় ৩৩৪ রানে জোফরা আর্চার ৩৮ রান করে আউট হলে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। টু ডাউনে নামা জো রুটকে অবশ্য আউট করা যায়নি। তিনি ২০৬ বল খেলে ১৫টি চার ও ১ ছক্কায় ১৩৮ রানে অপরাজিত থাকেন।

আরো পড়ুন:

ফখর জামানকে শাস্তি দিল আইসিসি

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

মিচেল স্টার্ক ২০ ওভারে ৭৫ রান দিয়ে ৬টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মাইকেল নেছার, স্কট বোলান্ড ও ব্রেন্ডান ডগেট।

এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সবাই রান পান। টপ অর্ডারে ট্র্যাভিস হেড ৩৩, জ্যাক ওয়েদারল্ড ৭২, মার্নাস ল্যাবুশেন করেন ৬৫ রান। এরপর মিডল অর্ডারে স্টিভেন স্মিথ ৬১, ক্যামেরন গ্রিন ৪৫, আলেক্স ক্যারি অপরাজিত ৪৬ ও জশ ইংলিস করেন ২৩ রান।

বল হাতে ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৩টি, বেন স্টোকস ২টি ও জোফরা আর্চার নেন ১টি উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • স্টার্কের জবাব নেই ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার ৫১১, লিড ১৭৭ রানের
  • অনলাইনে টাকা খাটিয়ে বেশি মুনাফার ফাঁদে কোটি টাকা খুইয়েছেন ব্যাংক কর্মকর্তা
  • মেয়েটি আসে হৃদয়কে ফাঁদে ফেলতে, এরপর...
  • দলগত ব্যাটিংয়ে লিড নিল অস্ট্রেলিয়া
  • দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
  • পরীক্ষা নিতে বাধা, শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা 
  • মোসাদ ও ইরানের মধ্যে অন্তরালে যে যুদ্ধ চলছে
  • পাবনায় আবার স্পিডবোটে এসে নদীসংলগ্ন স্বর্ণের দোকান, ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
  • রুটের ব্যাটে লড়ল ইংল্যান্ড
  • অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে