চট্টগ্রামকে গ্রিন ও ক্লিন সিটি করা হবে: মেয়র
Published: 21st, October 2025 GMT
বন্দর নগরী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে চলমান সৌন্দর্যবর্ধনের মাধ্যমে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) চট্টগ্রাম নগরীর মুরাদপুর মোড়ে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রকল্পের আওতায় শিক্ষা বোর্ড থেকে মুরাদপুর এন মোহাম্মদ, মুরাদপুর মোড় থেকে মীর্জাপুল এবং মুরাদপুর থেকে অক্সিজেন মোড় পর্যন্ত পুরো এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।
আরো পড়ুন:
রসিকের অপসারিত জনপ্রতিনিধিদের পুনর্বহালে ৭ দিনের আল্টিমেটাম
দলীয় সিদ্ধান্ত পেলে মেয়র পদে শপথ: ইশরাক
মেয়র বলেন, “চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেফ সিটিতে পরিণত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। গাছ শুধু শহরকে সবুজ করে না, এটি জীবনের জন্য অপরিহার্য অক্সিজেন সরবরাহ করে। তাই প্রত্যেককে নিজের চারপাশে গাছ লাগাতে হবে।’’
তিনি আরো বলেন, “আমরা চাই, নাগরিকরা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে বসবাস করতে পারেন। এ জন্য ফুটপাত, সড়ক ও ড্রেন ব্যবস্থার উন্নয়নসহ সৌন্দর্যবর্ধনের কাজ চলমান থাকবে। নাগরিকদেরও এ কাজে অংশ নিতে হবে। আমরা সবাই মিলে যদি নিজের শহরটিকে ভালোবাসি, তাহলে একটি সুন্দর চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।’’
মেয়র আহ্বান জানিয়ে বলেন, ‘‘নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোথাও ময়লা-আবর্জনা ফেলা বা অননুমোদিত দখলদারিত্ব বরদাস্ত করা হবে না। সিটি কর্পোরেশন ও প্রশাসন একসঙ্গে এ বিষয়ে কঠোর অবস্থান নেবে।’’
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, আলী সাকী, মোহম্মদ আলী, শফি প্রমুখ।
ঢাকা/রেজাউল/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এক ঘন্টায় ২০ লাখ রিয়্যাক্ট! প্রথমবার কন্যার মুখ দেখালেন দীপিকা–রণবীর
এ যেন উৎসবের চমক, দীপিকার ভক্তদের জন্য এক বড় উপহার। দীপাবলির দিনেই অবশেষে প্রকাশ্যে এল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কন্যা দুয়া। প্রায় এক বছর আগে প্রথম দীপাবলিতেই মেয়ের নাম জানিয়েছিলেন এই তারকা দম্পতি। এ বছর উৎসবের আবহে দেখালেন মেয়ের মুখও।
আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচটি ছবি শেয়ার করেছেন দীপিকা ও রণবীর। ছবি প্রকাশের পর যেন অপেক্ষায় ছিলেন ভক্তরা—মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি। মাত্র এক ঘন্টায় রিয়্যাক্ট পড়ে ২০ লাখলাখের বেশি! মন্তব্যের বন্যা বইছে ইনস্টাগ্রামে।
দীপাবলির সাজে মা-মেয়ে
ছবিতে দেখা যাচ্ছে দীপিকার সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। দুজনের পরনেই লাল রঙের জমকালো চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দুয়ার মাথার দুই দিকে ঝুঁটি বেঁধেছেন দীপিকা। পাশে রণবীর সিং, সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানিতে দীপাবলির ভাবনায় সাজা।
ছবিগুলোয় কখনো দুয়া হাসছে, কখনো আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে—মা-বাবার আদরে মাখামাখি প্রতিটি ফ্রেম। শেষ ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার কোলে বসে মা-মেয়ে দুজনেই জোড়হাতে প্রার্থনা করছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘দীপাবলির শুভেচ্ছা’।
ভক্তদের কেউ লিখেছেন, ‘দুয়া ঠিক দীপিকার মতো,’ কেউ বলছেন, ‘রণবীরের ছাপ স্পষ্ট।’ নেট দুনিয়ায় ছোট্ট দুয়াকে ঘিরে উচ্ছ্বাসের ঝড়।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। গত বছর গণেশচতুর্থীর পরের দিনেই ইনস্টাগ্রামে মেয়ের নাম ‘দুয়া’ জানিয়েছিলেন তিনি, দিয়েছিলেন ছোট্ট পায়ের ছবি। ঠিক এক বছর পর দীপাবলিতেই মুখ প্রকাশ করে যেন পূর্ণতা দিলেন সেই মুহূর্তকে।
প্রেম থেকে পরিবার
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ প্রেমের পর তাঁদের জীবনে এসেছে ছোট্ট দুয়া, ভালোবাসার পরিপূর্ণ প্রতীক হয়ে। দীপাবলির আলোয় তাঁদের পরিবারে এই খুশির রোশনাই ছড়িয়ে দিয়েছে বলিউডজুড়ে আনন্দের আলো।