বন্দর নগরী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে  চলমান সৌন্দর্যবর্ধনের মাধ্যমে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার  প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) চট্টগ্রাম নগরীর মুরাদপুর মোড়ে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রকল্পের আওতায় শিক্ষা বোর্ড থেকে মুরাদপুর এন মোহাম্মদ, মুরাদপুর মোড় থেকে মীর্জাপুল এবং মুরাদপুর থেকে অক্সিজেন মোড় পর্যন্ত পুরো এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।

আরো পড়ুন:

রসিকের অপসারিত জনপ্রতিনিধিদের পুনর্বহালে ৭ দিনের আল্টিমেটাম 

দলীয় সিদ্ধান্ত পেলে মেয়র পদে শপথ: ইশরাক

মেয়র বলেন, “চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেফ সিটিতে পরিণত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। গাছ শুধু শহরকে সবুজ করে না, এটি জীবনের জন্য অপরিহার্য অক্সিজেন সরবরাহ করে। তাই প্রত্যেককে নিজের চারপাশে গাছ লাগাতে হবে।’’

তিনি আরো বলেন, “আমরা চাই, নাগরিকরা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে বসবাস করতে পারেন। এ জন্য ফুটপাত, সড়ক ও ড্রেন ব্যবস্থার উন্নয়নসহ সৌন্দর্যবর্ধনের কাজ চলমান থাকবে। নাগরিকদেরও এ কাজে অংশ নিতে হবে। আমরা সবাই মিলে যদি নিজের শহরটিকে ভালোবাসি, তাহলে একটি সুন্দর চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।’’

মেয়র আহ্বান জানিয়ে বলেন, ‘‘নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোথাও ময়লা-আবর্জনা ফেলা বা অননুমোদিত দখলদারিত্ব বরদাস্ত করা হবে না। সিটি কর্পোরেশন ও প্রশাসন একসঙ্গে এ বিষয়ে কঠোর অবস্থান নেবে।’’ 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, আলী সাকী, মোহম্মদ আলী, শফি প্রমুখ। 

ঢাকা/রেজাউল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ন দর য

এছাড়াও পড়ুন:

শেরপুরে নয়, হালুয়াঘাটে দুজনকে গ্রেপ্তার: পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি চালানো সন্ত্রাসীকে পালাতে সহায়তাকারী সন্দেহে দুজনকে শেরপুর থেকে নয়, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে আটক করেছে ঢাকার ডিবি পুলিশের একটি দল।

রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সীমান্তবর্তী ভুটিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

হাদিকে গুলি: সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক

হাদিকে গুলি: প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী আটক

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া এলাকার ক্লেমেন রিছিলের ছেলে সঞ্জয় চিসিম (২৫) ও একই উপজেলার বিড়ইডাকুনী এলাকার চার্লস রিছিলের ছেলে সিবিরণ দিও (৩৫)।

সঞ্জয় চিসিম ও সিবিরণ দিও সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধপথে লোক পারাপার করা চক্রের সদস্য। তারা হাদির ওপর হামলাকারী ব্যক্তিকে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পার করতে পারে, এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী আলমগীর ও ফয়সাল গত শুক্রবার মিরপুর থেকে প্রাইভেটকারে গাজীপুর হয়ে ময়মনসিংহে আসেন। এরপর সেই প্রাইভেটকার থেকে নেমে তারা অন্য আরেকটি প্রাইভেটকারে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছান। পরে সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেলে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। কিন্তু মোটরসাইকেল চালক কে ছিলেন, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, আলমগীর ও ফয়সাল ভারতে ঢুকে গেছে নাকি দেশেই রয়েছেন, তা এখনো জানা যায়নি।

নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “শেরপুর সীমান্ত নয়, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত থেকে তাদের আটক করেছে ঢাকার ডিবি পুলিশের একটি দল।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। কিন্তু ঘটনাটি শেরপুরের নয়। আমরা জেনেছি, ঘটনাটি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের।”

ঢাকা/তারিকুল/রাসেল

সম্পর্কিত নিবন্ধ