চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন বন্দর অফিসার্স কলোনি গেটের সামনে চীনের নাগরিককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনতাই করা হয়েছে। স্থানীয়রা শাকিল ও সাজ্জাদ নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মূল সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় চীনের নাগরিক ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে একটি আইফোন ব্যান্ডের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় জনতা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।

আরো পড়ুন:

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত, আটক ৫

গাজীপুরে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আটক ৪

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, এক বিদেশি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।  
 

ঢাকা/রেজাউল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ নত ই ছ নত ই

এছাড়াও পড়ুন:

আরও একবার নাকভিকে ট্রফি ফেরত দিতে বলল ভারত, দিল সতর্কবার্তাও

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চলমান টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। এশিয়া কাপ ট্রফি ইস্যুতে বিসিসিআই নতুন করে নাকভিকে সতর্কবার্তা দিয়েছে।

অবশ্য এটিকে সতর্কবার্তা না বলে প্রচ্ছন্ন হুমকিও বলা যায়। কারণ, নাকভিকে ই–মেইলে পাঠানো সর্বশেষ চিঠিতে বিসিসিআই লিখেছে, ভারতীয় দলকে ট্রফি না দিলে তাঁকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভি এবং বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুবাইয়ে গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু নরেন্দ্র মোদির সরকারের নির্দেশনা অনুযায়ী, সূর্যকুমার যাদবের দল নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। কারণ, নাকভি শুধু এসিসির সভাপতিই নন; পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান।

ভারত মনে করে, এপ্রিলে পেহেলগামে যে হামলাকে কেন্দ্র করে মে মাসে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়েছিল, তাতে মদদ ছিল নাকভির। এ কারণে তাঁর কাছ থেকে ট্রফি নেননি সূর্যকুমার–বুমরা–কুলদীপ–অভিষেকরা।

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি ছাড়াই উদ্‌যাপন করেছে ভারত

সম্পর্কিত নিবন্ধ