অলিপুরে ২২০ বস্তা ভারতীয় জিরা জব্দ, আটক ২
Published: 22nd, October 2025 GMT
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ২২০ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে। প্রতিটি বস্তায় রয়েছে ৩০ কেজি জিরা, যার বাজারমূল্য প্রতি কেজি ১ হাজার টাকা হিসেবে ৬৬ লাখ টাকা।
বুধবার (২২ অক্টোবর) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার দুপুরে (যশোর ট-১১-৪১-৮৯) নম্বরের একটি ট্রাক অলিপুর চেকপোস্টে পৌঁছলে হাইওয়ে পুলিশ সন্দেহজনক মনে করে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এসময় ট্রাকভর্তি জিরা জব্দ করা হয়। পরে ট্রাকের চালক সাহাবুদ্দিন (২৩) ও হেলপার মো.
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন জানান, তিনি ভাড়ায় ট্রাক চালান। পণ্যের মালিকানা সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, জব্দকৃত জিরা বিদেশি বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শুল্ক আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/মামুন/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
বিএনপির ওপর আমাদের চরম আস্থা ও বিশ্বাস রয়েছে: আহসান হাবীব
যারা অন্যায় করে তারাই পালিয়ে যায়: অধ্যাপক মামুন মাহমুদ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা হলো।
হুমায়ুন কবির এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি দেশে ফিরে এসে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে হুমায়ুন কবিরকে সিলেটের কোনো আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ইঙ্গিত দিয়েছেন।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে মির্জা ফখরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নির্বাচন করবেন। এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক