‘বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন’—প্রথম আলোকে বাবা হওয়ার অনুভূতি জানিয়ে কথাগুলো বলছিলেন রকস্টার নগরবাউল জেমস। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। বিয়ের পর নামের সঙ্গে আনাম নাম যুক্ত করেছেন নামিয়া। চলতি বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। নাম রাখা হয়েছে জিবরান আনাম।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিরাজগঞ্জে এক রাতে ১৬ কবরের কঙ্কাল চুরি

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কবরস্থান থেকে এক রাতে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।

এর আগে, গত সোমবার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।

স্থানীয় স্কুলশিক্ষক সানোয়ার হোসেন বলেন, ‘‘এক থেকে দেড় বছর আগের ১৬টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরির পর চোরের দল কবরে তাদের ব্যবহৃত ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্রপাতি রেখে গেছে।’’

এ বিষয়ে কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার বলেন, ‘‘সোমবার দিবাগত রাতের কোনো এক সময় কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।’’

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, ‘‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ