২৯ অক্টোবর সূর্যের অন্য পাশে কী ঘটতে পারে
Published: 22nd, October 2025 GMT
কয়েক মাস ধরে অন্য নক্ষত্র থেকে আসা বিশাল এক রহস্যময় বস্তু বিজ্ঞানীদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ‘৩আই/অ্যাটলাস’ নামের বস্তুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয় এবং নিরাপদ দূরত্ব থেকে অতিক্রম করবে। কিন্তু অনেক বিজ্ঞানী নাসার এই ধারণার সঙ্গে একমত নন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী আভি লোব অভিযোগ করেছেন যে, নাসা বস্তুটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে। বিশাল আকারের অতি দ্রুতগামী মহাজাগতিক বস্তুটি অস্বাভাবিক রাসায়নিক উপাদান নিঃসরণ করছে, যা বিজ্ঞানের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। অনেকের ধারণা, ৩আই/অ্যাটলাস কোনো কৃত্রিম উৎস থেকে তৈরি হতে পারে।
বিজ্ঞানী লোবের মতে, যদি বস্তুটি কৃত্রিমভাবে তৈরি হয়, তবে এর আচরণ সম্পর্কে আগাম অনুমান করা যাবেন না। ২৯ অক্টোবর সূর্যের অন্য পাশে অবস্থান করবে রহস্যময় বস্তুটি। ফলে পৃথিবী থেকে কোনো টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে না, আসলে কী হচ্ছে সেখানে। হাওয়াইয়ের কেক ২ টেলিস্কোপে ধারণ করা ছবিতে দেখা গেছে, বস্তুটি প্রতি সেকেন্ডে প্রায় ৪ গ্রাম নিকেল নিঃসরণ করছে যার মধ্যে কোনো লোহা নেই। এমন যৌগ শুধু শিল্প খাতে নিকেল অ্যালয় তৈরির সময় দেখা যায়। তবে এ ধরনের যৌগ নিঃসরণের ঘটনা আগে কখনো কোনো মহাজাগতিক বস্তুর ক্ষেত্রে দেখা যায়নি।
বস্তুটি প্রথম শনাক্ত হয় গত জুলাই মাসে। এর ব্যাস প্রায় ৫ দশমিক ৬ কিলোমিটার ও ওজন প্রায় ৩ হাজার ৩০০ কোটি টন। এর গতি পূর্বে শনাক্ত হওয়া আন্তনাক্ষত্রিক বস্তু ওউমুয়ামুয়া ও বরিসভের প্রায় দ্বিগুণ। প্রায় ৫ দশমিক ৬ কিলোমিটার চওড়া প্রচণ্ড গতিশীল বস্তুটির গতিপথও বেশ অদ্ভুত। আর তাই বিজ্ঞানীদের অনেকেই বস্তুটির পরিচয় ও উৎস নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। কেউ বলছেন, বস্তুটি অন্য কোনো নক্ষত্রমণ্ডল থেকে আসা প্রাকৃতিক বস্তু। আবার কারও মতে কোনো বুদ্ধিমান সভ্যতার এলিয়েন কৃত্রিমভাবে বস্তুটি তৈরি করেছে।
স্পেনের ইউনিভার্সিটি অব আ কোরুনার বিজ্ঞানীরা জানিয়েছেন, ৩আই/অ্যাটলাস নামের বস্তুটির কম্পিউটার সিমুলেশনে কোনো কৃত্রিম প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে বিজ্ঞানী পেরেজ কৌতো বলেন, ‘প্রতিটি পর্যবেক্ষণ মহাবিশ্বের অতীতে উঁকি দেওয়ার মতো। এর মাধ্যমে আমরা অন্য নক্ষত্রের চারপাশে গঠিত পদার্থের বিবর্তন বুঝতে পারি। ধারণা করা হচ্ছে বস্তুটি কোনো গ্যালাক্সির থিন ডিস্ক নামক প্রাচীন অঞ্চলে তৈরি হয়েছে, যার বয়স প্রায় এক হাজার কোটি বছর।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গার্ডনার-সাদারল্যান্ডের ব্যাটে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়
নারীদের ওয়ানডে বিশ্বকাপে আরও একটি দাপুটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া দল। আজ বুধবার (২২ অক্টোবর) রাতে নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের মেয়েদের তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে।
ইন্দোরে ইংল্যান্ডের মেয়েরা আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৪ রান করে ৫০ ওভারে। জবাবে সাদারল্যান্ড ও গার্ডনারের ব্যাটিং দৃঢ়তায় ৪০.৩ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে অজি মেয়েরা।
আরো পড়ুন:
রাবাদার ব্যাটে ইতিহাস: ১১ নম্বরে ভাঙলেন ১১৯ বছরের পুরনো রেকর্ড
আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে জিম্বাবুয়ের বিরল জয়
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ফোবি লিচফিল্ড ১ রানে ফেরেন সাজঘরে। তৃতীয় ওভারে গিয়ে জর্জিয়া ভোলের উইকেটও হারায় তারা। ৬ রানের বেশি করতে পারেননি এই উদ্বোধনী ব্যাটার। ২৪ রানের মাথায় এলিসা পেরিও ফিরেন। আজ তিনি ৩ চারে ১৩ রানের বেশি করতে পারেননি। ৬৮ রানের মাথায় বেথ মুনি আউট হন ব্যক্তিগত ২০ রানে। তাতে মনে হচ্ছিল ম্যাচটি কঠিন হয়ে যাবে অস্ট্রেলিয়ার মেয়েদের জন্য। কিন্তু না।
সেখান থেকে অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলে গার্ডনার পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৮০ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। গার্ডনার ৭৩ বলে ১৬ চারে ১০৪ রান করে অপরাজিত থাকেন। আর সাদারল্যান্ড ৯টি চার ও ১ ছক্কায় ১১২ রানে অপরাজিত থাকেন ৯৮ রানে।
ইংল্যান্ডের লিন্ডসে স্মিথ ৮ ওভারে ৪৩ রানে ২টি উইকেট নেন।
তার আগে ইংল্যান্ডের ইনিংসে ট্যাম বেউমন্ড ১০টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৮ রান করেন। অ্যালিস ক্যাপসি ৫ চারে করেন ৩৮ রান। এছাড়া চার্লি ডিন ২৬, সোফিয়া ২২, হেদার নাইট ২০ ও অ্যামি জোনস করেন ১৮ রান।
অস্ট্রেলিয়ার সাদারল্যান্ড ১০ ওভারে ১ মেডেনসহ ৬০ রানে নেন ৩টি উইকেট। সোফি মলিনেয়াক্স ১০ ওভারে ৫২ রানে নেন ২টি উইকেট। আর গার্ডনার ৯ ওভারে ৩৯ রানে নেন ২টি। বোলিংয়ে সর্বোচ্চ ৩ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন সাদারল্যান্ড।
এই জয়ে ৬ ম্যাচের টানা পাঁচটি জিতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। সমান ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে তৃতীয় স্থানে। ১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দুইয়ে।
ঢাকা/আমিনুল