পটুয়াখালীতে বরফ কলের গ্যাস ছড়িয়ে অসুস্থ ২০
Published: 23rd, October 2025 GMT
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামে একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ থেকে এ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অন্তত ২০ জন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
খাগড়াছড়ি হাসপাতালে ২০ দিনে ১২ শিশুর মৃত্যু
একনেকে মানসিক হাসপাতালের উন্নয়নে প্রকল্প পাসে খুশি পাবনার মানুষ
হাসপাতালে ভর্তি রোগীরা হলেন- সুজাউদ্দিন (৫০), মো.
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপ লিকেজ হয়। মুহূর্তেই ওই এলাকায় গন্ধ ছড়িয়ে পরে। বরফ কলের আশেপাশে থাকা অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। স্থানীয়রা অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে উদ্ধার করে কুয়াকাটার তুলাতলীর হাসপাতালে ভর্তি করেন। সেখানে থেকে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর পাঁচজনকে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। তারা বরফ কলের মধ্যেই ঘুমিয়ে ছিলেন।
অসুস্থ সুজাউদ্দিন বলেন, “আমরা সবাই জেলে। আমাদের ট্রলার খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করা ছিল। আমাদের অনেকে বরফ কলের মধ্যেই ঘুমিয়ে ছিলেন। গ্যাসের গন্ধে শাসকষ্ট শুরু হওয়ায় আমরা অসুস্থ হয়ে পড়ি।”
তিনি বলেন, “রাত হওয়ায় বেশি মানুষ অসুস্থ হননি। শ্বাস নিতে প্রচুর সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি আছি।”
কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, “অ্যামোনিয়া মারাত্মক ঝুঁকিপূর্ণ গ্যাস। এ গ্যাস ছড়িয়ে পড়ার পর আমরা অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এর আগেও আরো কয়েকটি বরফ কলে এ ধরনের ঘটনা ঘটেছে।”
হাসপাতালের চিকিৎসকরা জানান, পাঁচজনই শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। রাতে তাদের অবস্থা গুরুতর ছিল। চিকিৎসায় তাদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন সবাই শঙ্কামুক্ত।
ঢাকা/ইমরান/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাভারে প্রতিপক্ষের হামলায় নিহত ১
সাভারে প্রতিপক্ষের বিরুদ্ধে আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় ধারালো অস্ত্র ও ইটের আঘাতে অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাতে উপজেলার বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত, আটক ৫
বাগেরহাটে পিসি কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলা, আহত ৩
নিহত আবু সাইদ একই এলাকার মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
আহতরা হলেন- জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত ও নজুমদ্দিন।
ভুক্তভোগীদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাতে জাকির ও তার লোকজন দেশীয় অস্ত্র ও ইট নিয়ে হামলা চালান। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদের মৃত্যু হয়। আহত হন সাতজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
আহত জাবেদ বলেন, “রাত ৮ দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় জাকির বাহিনীর লোকজন হামলা করে। এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদ মারা যান। তাদের কাছে থাকা লোহার রড়, লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে সাতজন আহত হন। পরে আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে, একজনের অবস্থা গুরুতর।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাকিম বিল্লাহ জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন জানান, পুলিশ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হামলায় কয়েকজন আহত হয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/সাব্বির/মাসুদ