প্যাসিফিক জিন্সের ৮ কারখানা আবারো চালু
Published: 23rd, October 2025 GMT
শ্রমিক অসন্তোষের কারণে ছয়দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত প্যাসিফিক জিনস গ্রুপের আটটি কারখানা আবারো চালু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর থেকেই কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। কাজে ফিরেছেন অন্তত ৩৫ হাজার শ্রমিক, কর্মচারী-কর্মকর্তা।
প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে: উপদেষ্টা
ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল বন্ধ, ভোগান্তি
চালু হওয়া কারখানাগুলো হলো- প্যাসিফিক জিন্স লিমিটেড, প্যাসিফিক জিন্স লিমিটেড (ইউনিট-২), প্যাসিফিক অ্যাটায়ার্স লিমিটেড, প্যাসিফিক এক্সেসরিজ লিমিটেড, এনএইচটি ফ্যাশনস লিমিটেড, জিন্স ২০০০ লিমিটেড, ইউনিভার্সেল জিন্স লিমিটেড এবং প্যাসিফিক ওয়ার্কওয়্যার্স লিমিটেড।
প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ জানায়, অনাকাক্সিক্ষত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন- ২০১৯ এর ধারা ১২(১) অনুযায়ী গত ১৬ অক্টোবর থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সার্বিক পরিস্থিতির উন্নতি এবং কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় আজ বৃহস্পতিবার থেকে কর্তৃপক্ষ কারখানা আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সকাল থেকে কারখানার শ্রমিক-কর্মচারীরা কাজে ফিরেছেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, “প্যাসিফিক জিন্সের সব কারখানা খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরা কাজে ফিরেছেন। সর্বত্র পরিস্থিতি স্বাভাবিক আছে।”
গত ১৪ অক্টোবর থেকে আন্দোলনে নামে প্যাসিফিক জিন্স গ্রুপের একদল শ্রমিক। পরবর্তী সময়ে বেপজা ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। পরে কতিপয় আন্দোলনকারীরা কারখানাগুলোতে ঢুকে কাজে বাধা দেন এবং শ্রমিকদের আন্দোলনে নামতে বাধ্য করেন। এ নিয়ে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই দিন সন্ধ্যায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন।
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তুমি গিটার বাজাও, জানতাম না তো!
আগের পর্বআরও পড়ুনপেপারে কি ভুলে লিখেছে?২২ অক্টোবর ২০২৫