শ্রমিক অসন্তোষের কারণে ছয়দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত প্যাসিফিক জিনস গ্রুপের আটটি কারখানা আবারো চালু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর থেকেই কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। কাজে ফিরেছেন অন্তত ৩৫ হাজার শ্রমিক, কর্মচারী-কর্মকর্তা।

প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে: উপদেষ্টা

ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল বন্ধ, ভোগান্তি 

চালু হওয়া কারখানাগুলো হলো- প্যাসিফিক জিন্স লিমিটেড, প্যাসিফিক জিন্স লিমিটেড (ইউনিট-২), প্যাসিফিক অ্যাটায়ার্স লিমিটেড, প্যাসিফিক এক্সেসরিজ লিমিটেড, এনএইচটি ফ্যাশনস লিমিটেড, জিন্স ২০০০ লিমিটেড, ইউনিভার্সেল জিন্স লিমিটেড এবং প্যাসিফিক ওয়ার্কওয়্যার্স লিমিটেড।

প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ জানায়, অনাকাক্সিক্ষত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন- ২০১৯ এর ধারা ১২(১) অনুযায়ী গত ১৬ অক্টোবর থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সার্বিক পরিস্থিতির উন্নতি এবং কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় আজ বৃহস্পতিবার থেকে কর্তৃপক্ষ কারখানা আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সকাল থেকে কারখানার শ্রমিক-কর্মচারীরা কাজে ফিরেছেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, “প্যাসিফিক জিন্সের সব কারখানা খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরা কাজে ফিরেছেন। সর্বত্র পরিস্থিতি স্বাভাবিক আছে।”

গত ১৪ অক্টোবর থেকে আন্দোলনে নামে প্যাসিফিক জিন্স গ্রুপের একদল শ্রমিক। পরবর্তী সময়ে বেপজা ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। পরে কতিপয় আন্দোলনকারীরা কারখানাগুলোতে ঢুকে কাজে বাধা দেন এবং শ্রমিকদের আন্দোলনে নামতে বাধ্য করেন। এ নিয়ে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই দিন সন্ধ্যায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দলের বৃহত্তম স্বার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি, কিভাবে আগামী দিন দল ক্ষমতায় আসবে, রাষ্ট্রীয় দায়ীত্ব নিবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার পিতার পরে, তার মাতার পরে তৃতীয় ধাপে বাংলাদেশের দায়ীত্ব নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে।

বুধবার (১০ ডিসেম্বর ) দুপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশ ও জনগণের কল্যানের জন্য রাজনীতি করতে হবে এবং দলের বৃহত্তম সার্থে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ  আপনারা দেশনেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, রওশন আলী, ডি,এইচ,বাবুল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস,এম,আসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদারসহ ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ