মা ইলিশ সংরক্ষণে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতে বাকি আর মাত্র ১২ ঘণ্টা। এরইমধ্যে বরগুনার বিষখালি, পায়রা ও বলেশ্বর নদীতে মাছ শিকারে নেমে পড়েছেনে জেলেরা। 

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বরগুনা সদরের বড়ইতলা এলাকার বিষখালি নদীতে সরেজমিনে দেখা যায়, নদী ও সাগর মোহনায় দেড়শতাধিক ইঞ্জিন চালিত নৌকায় অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছেন জেলেরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষেধাজ্ঞা শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই অসাধু জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে নির্বিচারে মা ইলিশ শিকার শুরু করেছেন। প্রকাশ্যে নিষেধাজ্ঞা অমান্য করলেও এখন পর্যন্ত মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড কিংবা প্রশাসনের কোন উপস্থিতি দেখতে পাননি তারা। 

বড়ইতলা এলাকার বাসিন্দা সুলতান মিয়া রাইজিংবিডিকে বলেন, “শতশত ট্রলার নিয়ে অবৈধ কারেন্ট জালে মাছ শিকার করছে জেলেরা। কেউ বাঁধা দিতে গেলে খারাপ আচরণ করে জেলেরা। মাছ শিকার বন্ধে মৎস্য অধিদপ্তর ও প্রশাসনের কাউকে দেখিনি।”

একই চিত্র দেখা গেছে আমতলী ও তালতলীর পায়রা নদী ও বলেশ্বর নদীতে। এই দুই উপজেলায় শনিবার সকাল থেকেই কয়েক হাজার জেলে মাছ শিকার শুরু করেছেন। 

আমতলীর চলাভাংগা এলাকার বাসিন্দা জাফর খান বলেন, “নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মাছ শিকার করছে জেলেরা অথচ মৎস্য অধিদপ্তরকে আমরা ফোন করে তথ্য দেওয়ার পরেও কোন ব্যবস্থা নেয়নি।”

এ বিষয়ে আমতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.

রোকনুজ্জামান খান রাইজিংবিডিকে বলেন, “তথ্য পেয়েছি। আমরা অভিযান শুরু করব।”

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন রাইজিংবিডিকে বলেন, “দেশের ইলিশ সম্পদ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে আজ ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমরা এই কয়দিন সর্বোচ্চ চেষ্টা করেছি। হাতেগোনা কয়েকজন জেলে নিষেধাজ্ঞা অমান্য করেছিল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, আজকের চিত্র ভিন্ন। শেষদিনে এসে বিভিন্ন স্থানে জেলেরা মাছ শিকারে নেমেছে। আমরা এসব জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

ঢাকা/ইমরান/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বরগ ন মৎস য

এছাড়াও পড়ুন:

দলের বৃহত্তম স্বার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি, কিভাবে আগামী দিন দল ক্ষমতায় আসবে, রাষ্ট্রীয় দায়ীত্ব নিবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার পিতার পরে, তার মাতার পরে তৃতীয় ধাপে বাংলাদেশের দায়ীত্ব নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে।

বুধবার (১০ ডিসেম্বর ) দুপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশ ও জনগণের কল্যানের জন্য রাজনীতি করতে হবে এবং দলের বৃহত্তম সার্থে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ  আপনারা দেশনেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, রওশন আলী, ডি,এইচ,বাবুল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস,এম,আসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদারসহ ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ