গাজীপুরে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণধোলাই
Published: 25th, October 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
আটক শিক্ষক মো. মহসিন (৩৫) নেত্রকোনা জেলার আটপাড়া থানার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি মাওনা চৌরাস্তায় অবস্থিত দারুণ হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
পরিবারের অভিযোগ, শিশুটি মাদ্রাসার আবাসিকে থেকে নুরানী বিভাগে পড়াশোনা করছিল। শুক্রবার দুপুরে কোনো এক সময় মহসিন শিশুটিকে বলাৎকার করেন। বিকেলে শিশুটি বাড়ি ফেরার পর ঘটনাটি তার দাদা ও বাবাকে জানায়। পরে তারা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে গণধোলাই দেন এবং মাওনা চৌরাস্তা পুলিশ বক্সে নিয়ে যান।
ইতোমধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাত ৯টার দিকে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
ঢাকা/রফিক//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিভাসুর ১৯ শিক্ষার্থী ইন্টার্নশিপে যাচ্ছে পাকিস্তান
শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী প্রথমবারের মতো পাকিস্তানের লাহোরে অবস্থিত ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেসে (ইউভিএএস) ইন্টার্নশিপ করতে যাচ্ছেন সিভাসুর শিক্ষার্থীরা। আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে সিভাসুর প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে ডিভিএম শিক্ষার্থীদের পাকিস্তানে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের পূর্বপ্রস্তুতি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) দপ্তর আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৫তম ব্যাচের ১৯ শিক্ষার্থী (৯ জন ছাত্রী ও ১০ জন ছাত্র) ইন্টার্নশিপ প্রোগ্রাম এ অংশগ্রহণ করবেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান শিক্ষার্থীদের বিদেশে অবস্থানকালে সিভাসুর মর্যাদা অক্ষুণ্ন রেখে সর্বোচ্চ নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে নিজেদের জ্ঞান ও দক্ষতা বিকাশে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ বৃদ্ধি করতে আমরা বদ্ধপরিকর। আমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি হাতে–কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে চাই।’
আরও পড়ুনক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা: দেখে নাও ২০২৬ সালের সিলেবাস০২ সেপ্টেম্বর ২০২৫সিভাসু কর্তৃপক্ষ জানায়, আগামী ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের লাহোরে ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেসে (ইউভিএএস) ইন্টার্নশিপ সম্পন্ন করবেন। সিভাসুর শিক্ষার্থীরা ইউভিএএসের সিটি ক্যাম্পাসে বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগে হাতে–কলমে কাজ শেখার সুযোগ পাবেন। ইউভিএএসের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক আনিলা জামির দুররানির তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
আরও পড়ুনএবার প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় চান না বিসিএস ২৫টি ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা৫ ঘণ্টা আগেপরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক এ কে এম সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক আবদুল আহাদ।
আরও পড়ুনহেনরিখ বল ফাউন্ডেশনের ইন্টার্নশিপ: মাসে ৭০০ ডলার, জে–১ ভিসাসহ যুক্তরাষ্ট্র ভ্রমণ১১ ঘণ্টা আগে