জামায়াত কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি কর্মীদের হামলা : প্রতিবাদ, শাস্তি দাবি
Published: 25th, October 2025 GMT
সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের জামায়াতে ইসলামী কর্মী মো. কামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এবং নারায়ণগঞ্জ-৩ আসন থেকে জামায়াতের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড.
বিবৃতিতে উল্লেখ কার হয়েছে, গত ২২ অক্টোবর বুধবার রাতে বিএনপি কর্মী মুশফিকুর রহমান মোহন মিয়ার নেতৃত্বে কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কামাল হোসেনের দোকানে হামলা চালায়।
তারা দোকানের আসবাবপত্র ভাঙচুর করে ও দোকান থেকে চেয়ার-টেবিল বাইরে ফেলে দেয়। হামলাকারীরা কামাল হোসেনকে হুমকি দেয় যেন তিনি জামায়াতে ইসলামী ত্যাগ করেন।
পরবর্তীতে ২৪ অক্টোবর শুক্রবার রাতে সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া, তার ভাই মোহন মিয়া, বিএনপি কর্মী রূপচান মিয়া, রুবেল মিয়া ও আরও ১৫-২০ জন মোটরসাইকেলযোগে এসে দোকানে হামলা চালায়।
তারা কামাল হোসেনকে দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে হত্যার চেষ্টা করে। স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করলেও হামলাকারীরা অপর এক জামায়াত কর্মী জুম্মন মিয়ার ওপরও আক্রমণ করে।
এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে, যাতে ভবিষ্যতে কেউ এমন সহিংস কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়।
জুলাই বিপ্লবের পর জনগণ দেশে একটি সন্ত্রাসমুক্ত পরিবেশের প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি কর্মীদের এমন আচরণ সে প্রত্যাশাকে ব্যাহত করছে। তারা বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, যেন দলীয় কর্মীদের নিয়ন্ত্রণে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ কর ম দ র ব এনপ ব যবস
এছাড়াও পড়ুন:
বন্দরের নবীগঞ্জে শিল্পপতি বাবুলের উঠান বৈঠক
বন্দর উপজেলার নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান দুলাল’র সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।
বিকাল সাড়ে তিনটায় নাসিক ২৩ নং ওয়ার্ড এর কবিলের মোড় থেকে পদযাত্রা শুরু করে ৩১ দফার লিফলেট বিতরণ করতে করতে তিনি পৌঁছেন বৈঠকস্থলে।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল সাত্তার, মহানগর ১৯ নং ওয়ার্ড থেকে যুবদল নেতা আক্তার হোসেনের নেতৃত্বে আবু সাঈদ, রয়েল আহমেদ, দয়াল, রমজান যুব নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে যোগদান করেন। এছাড়াও অন্যান্য ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ ও সমর্থক বিশাল মিছিল নিয়ে উঠান বৈঠকে যোগদান করেন।
বৈঠকে এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়ে তাদের বিভিন্ন সমস্যা ও দাবী উপস্থাপন করেন আবু জাফর বাবুলের সামনে। জবাবে তিনি বলেন, দল যদি আমাকে মনোনীত করে, আর আপনারা যদি আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেন তবে আমি আপনাদের সকল সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করব।
তিনি আর বলেন, “আমি আপনাদের মাঝে তারেক রহমানের একটি বার্তা পৌঁছে দিতে এসেছি। সেই বার্তাটি হল দেশ গঠনের জন্য ৩১ দফা। এই ৩১ দফায় এমন কিছু বাকি নেই যেন দেশ পরিচালনা করতে অন্য কিছু লাগবে।
আমাদের নেতা তারেক রহমান খুব বিচক্ষণ ও গভীর চিন্তার মানুষ, পরবর্তী রাষ্ট্র নায়ক। দেশ পরিচালনা করতে যা যা লাগবে তার বক্তৃতায় সুস্পষ্ট। আপনারা মনোযোগ দিয়ে তাহার বক্তব্য গুলো শুনলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।“
উঠান বৈঠক শেষে সবাইকে সাথে নিয়ে তিনি ২৫ নং ওয়ার্ডের ঢাকেশ্বরী পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করতে করতে এগিয়ে যান। সবশেষে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এবং পদযাত্রা শেষ করেন।