কর্মক্ষেত্র বা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য অনুসন্ধান এখন আরও সহজ হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে নতুন সুবিধা ‘কোম্পানি নলেজ’, যা ব্যবহারকারীদের আলাদা কোনো অ্যাপে না গিয়েই কর্মস্থলের তথ্য খুঁজে পেতে সহায়তা করবে।

নতুন এই সুবিধা এখন ব্যবসা, এন্টারপ্রাইজ ও শিক্ষা সংস্করণের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। জিপিটি–৫ ভিত্তিক এই সংস্করণ সরাসরি স্ল্যাক, শেয়ারপয়েন্ট, গুগল ড্রাইভ ও গিটহাবের মতো জনপ্রিয় টুলের সঙ্গে সংযুক্ত থেকে কাজ করতে পারে। ফলে চ্যাটজিপিটি এখন একসঙ্গে একাধিক উৎস থেকে তথ্য অনুসন্ধান করে আরও নির্ভুলভাবে উত্তর দিতে সক্ষম।

ওপেনএআই জানিয়েছে, এই সুবিধার লক্ষ্য হলো চ্যাটজিপিটিকে এমন এক কথোপকথনভিত্তিক অনুসন্ধান সহকারীতে রূপ দেওয়া, যা অফিস বা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য এক জায়গা থেকে সহজে খুঁজে দিতে পারে। প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যানথ্রপিক চলতি মাসের শুরুতে তাদের ক্লড এআইয়ের জন্য একই রকম একটি ‘স্কিলস’ সুবিধা চালু করেছে, যা নির্দিষ্ট কাজ সম্পাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বাড়ায়। ওপেনএআইয়ের নতুন সুবিধাটি গত জুনে চালু হওয়া বেটা সংস্করণের উন্নত ও বিস্তৃত রূপ।

ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, জিপিটি৫ চালিত ‘কোম্পানি নলেজ’ একাধিক উৎস থেকে একই সময়ে তথ্য অনুসন্ধান করতে পারে, ফলে ব্যবহারকারীরা আরও নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ উত্তর পাবেন। প্রতিটি উত্তরের সঙ্গে তথ্যের উৎসও উল্লেখ থাকবে, যাতে ব্যবহারকারীরা সহজেই ফলাফলের ওপর আস্থা রাখতে পারেন। যেমন কোনো গ্রাহকের সঙ্গে বৈঠকের আগে চ্যাটজিপিটি ব্যবহারকারীর স্ল্যাক বার্তা, গ্রাহকের সঙ্গে ই–মেইল বিনিময়, গুগল ডকসে থাকা আগের বৈঠকের নোট এবং ইন্টারকমের সহায়তা টিকিট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ ব্রিফিং তৈরি করতে পারবে। ‘কোম্পানি নলেজ’ অস্পষ্ট বা জটিল প্রশ্নেরও উত্তর দিতে পারবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে চ্যাটজিপিটি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে তথ্য যাচাই করে যুক্তিসংগত উত্তর দেয়। সুবিধাটিতে তারিখভিত্তিক অনুসন্ধানের সুবিধাও রয়েছে।

ওপেনএআই বলছে, এটি অনুসন্ধানের সময়ই তথ্য বিশ্লেষণ করে ফলাফল উপস্থাপন করতে পারে। তবে নতুন কোনো আলাপ শুরু করার সময় ব্যবহারকারীকে সুবিধাটি সক্রিয় করতে হবে। সুবিধাটি চালু থাকলে চ্যাটজিপিটি ওয়েব অনুসন্ধান বা চার্ট ও ছবি তৈরি করতে পারবে না। ওপেনএআই জানিয়েছে, ‘কোম্পানি নলেজ’ সক্রিয় না থাকলেও চ্যাটজিপিটি সংযুক্ত অ্যাপগুলোর তথ্য ব্যবহার করে উত্তর দিতে পারবে, তবে তখন উত্তরগুলো ততটা বিস্তারিত বা উদ্ধৃতিসহ হবে না। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আগামী মাসগুলোতে সুবিধাটি চ্যাটজিপিটির অন্যান্য সুবিধার সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে।

সূত্র: দ্য ভাজর

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

ওপেনএআইয়ের এআই ব্রাউজার নিয়ে নিরাপত্তা উদ্বেগ

গুগলের ক্রোম ব্রাউজারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গত মঙ্গলবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ওয়েব ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ উন্মুক্ত করেছে ওপেনএআই। এআই ব্রাউজারটি ব্যবহারকারীদের আগের অনুসন্ধানের সব তথ্য মনে রাখতে পারে এবং এআই এজেন্ট মোডের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কাজের পরামর্শ দিতে পারে। আর তাই চালুর পরপরই চ্যাটজিপিটি অ্যাটলাস ব্রাউজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ব্রাউজারটি সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত হয়ে যেকোনো ওয়েবসাইটে থাকা তথ্য সংক্ষেপে তুলে ধরার পাশাপাশি ই–মেইলের গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন করতে পারে। এআই এজেন্ট মোডের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বিভিন্ন কাজও করতে পারে ব্রাউজারটি। আর তাই ব্রাউজারটিতে ‘প্রম্পট ইনজেকশন’ হামলার ঝুঁকি রয়েছে। সাইবার অপরাধীরা চাইলে ক্ষতিকর ওয়েব কনটেন্টের মধ্যে লুকানো নির্দেশনা যুক্ত করে ব্রাউজারের এআই এজেন্টকে ভুলভাবে সংবেদনশীল তথ্য সংগ্রহে প্ররোচিত করতে পারে।

অ্যাটলাস এআই ব্রাউজারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও ওপেনএআই জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে হাজার ঘণ্টা ‘রেড টিমিং’ পরীক্ষা চালানো হয়েছে। অ্যাটলাস এআই ব্রাউজারে থাকা এআই এজেন্ট ব্যবহারকারীর কম্পিউটারে কোড চালাতে, ফাইল ডাউনলোড করতে বা অন্য অ্যাপ অ্যাক্সেস করতে পারবে না। সংবেদনশীল ওয়েবসাইটে (যেমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান) প্রবেশের সময় এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে কাজ বন্ধ করবে।  

সম্প্রতি ব্রেভ ব্রাউজারের গবেষকেরা পারপ্লেক্সিটির ‘কমেট’ নামের আরেকটি এআই ব্রাউজারে একটি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেন। এই দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা লুকানো নির্দেশনা দিয়ে এআই এজেন্টকে ব্যবহারকারীর ব্যাংক, ই–মেইল বা অন্যান্য লগইন করা ওয়েবসাইটে প্রবেশ করাতে পারে এবং সেখান থেকে তথ্য চুরি করতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ

  • ওপেনএআইয়ের এআই ব্রাউজার নিয়ে নিরাপত্তা উদ্বেগ