কু‌ড়িগ্রামের রা‌জিবপু‌রে অভিযানে গিয়ে ৬ পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। ঘটনার পর দুজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এলাকাজু‌ড়ে আতঙ্ক বিরাজ করছে। 

শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। এর আগে শুক্রবার উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় পুলিশের ওপর হামলার এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার দুপুর দুইটার দি‌কে মন্ডলপাড়ায় সরকার উৎখাতের পরিকল্পনা ও জুলাই সনদ বাতিলের দাবিতে পোস্টার টানানোর খবর পায় পু‌লিশ। খবর পেয়ে ঘটনাস্থলে বিশেষ অভিযানে গেলে পুলিশের ওপর হামলা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। 

এ সময় উপ‌জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কুর নেতৃত্বে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ ছক্কুকে আটক করলে তারা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত, কনস্টেবল ইয়াছিনসহ পুলিশের ছয় সদস্য আহত হন। ঘটনার সঙ্গে জ‌ড়িত আব্দুর রহিম আহমেদ (২৫) ও ইয়াকুব আলীকে (২৫) পুলিশ গ্রেপ্তার ক‌রে। তারা উত্তর চর সাজাই মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। 

শরিফুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে আমরা সেখানে যাই। পুলিশের উপস্থিতি লক্ষ্য করেই আওয়ামী লীগের লোকজন ইট-পাটকেল ছুড়তে শুরু করে। হামলায় আমাদের ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুজন‌কে আটক ক‌রা হ‌য়ে‌ছে। তাদের আদালতে পাঠা‌নো হয়েছে।’’পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চারশ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা/সৈকত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদস য

এছাড়াও পড়ুন:

দলের বৃহত্তম স্বার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি, কিভাবে আগামী দিন দল ক্ষমতায় আসবে, রাষ্ট্রীয় দায়ীত্ব নিবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার পিতার পরে, তার মাতার পরে তৃতীয় ধাপে বাংলাদেশের দায়ীত্ব নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে।

বুধবার (১০ ডিসেম্বর ) দুপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশ ও জনগণের কল্যানের জন্য রাজনীতি করতে হবে এবং দলের বৃহত্তম সার্থে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ  আপনারা দেশনেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, রওশন আলী, ডি,এইচ,বাবুল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস,এম,আসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদারসহ ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ